কয়লা কাণ্ডে বড় অভিযান ED-র, বাংলা-ঝাড়খণ্ডের ১৬ জায়গায় হানা! নজরে কে?

ED Raids

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই পশ্চিমবঙ্গে ২৬-এর বিধানসভা নির্বাচন, আর তাই নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে জোরদার প্রস্তুতি চলছে। তার উপর সঙ্গে চলছে SIR কর্মসূচি। আর এই আবহে ফের মাথাচাড়া দিয়ে উঠল ED-র তল্লাশি অভিযান (ED Raids)। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এই দুই রাজ্য মিলিয়ে বড়সড় তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুই রাজ্য মিলিয়ে প্রায় ১৬টি ঠিকানায় হানা দিল দল। টার্গেট করা হল কয়লা ব্যবসায়ীদের।

সাতসকালে ED-র অভিযান

রিপোর্ট মোতাবেক, প্রায় দশ বছর আগে বিসিসিএল-এর টেন্ডার সংক্রান্ত অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারীদের দিকে গুলি চালানোর অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার সেই লালবাবু সিংহের ঠিকানাতেই হানা দিল আর এক কেন্দ্রীয় সংস্থা, ইডি। তবে শুধু ওনার বাড়ি নয়, এর পাশাপাশি তাঁর ভাই এবং আরেক কয়লা ব্যবসায়ী কুম্ভনাথ সিংহের ঠিকানাতেও হানা দিয়েছে ED। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

কয়লা ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি

প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে আজ সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল ইতিমধ্যেই কলকাতার সল্টলেক ও বাইপাস সংলগ্ন একটি বাসস্থানেও তল্লাশি অভিযান চালিয়েছে। কিন্তু ওই ঠিকানায় কারা থাকেন, কী তাদের পরিচয় তা নিয়ে এখনও স্পষ্ট হয়নি। এদিকে ইডি সূত্রের দাবি, কয়লা রফতানিতে দুর্নীতি ও আর্থিক লেনদেন সংক্রান্ত অসঙ্গতির অভিযোগের ভিত্তিতেই লালবাবু সিংহ এবং কুম্ভনাথ সিংহের ঠিকানাতে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। আসানসোল, পুরুলিয়া, কলকাতার একাধিক এলাকা এবং ঝাড়খণ্ডের ধানবাদ সহ সব জায়গাতেই অভিযানে নেমেছেন ইডির আধিকারিকরা।

আরও পড়ুন: ইন্টারভিউয়ের তালিকায় নাম নেই অপেক্ষমাণদের! পথে নামার হুঁশিয়ারি

প্রসঙ্গত, রাজ্যে একদিকে যখন কয়লা দুর্নীতি কাণ্ড নিয়ে ফের তদন্ত শুরু করল ED, সেখানে দাঁড়িয়ে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডেও বেশ সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বুধবার রাজ্যের দমকল মন্ত্রী ইডির তলব এড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর স্ত্রী। এবার সেই একই পথ অবলম্বন করে গত বৃহস্পতিবার ইডির তলবে হাজিরা দিলেন না দমকল মন্ত্রী পুত্র সমুদ্র বসুও। ব্যক্তিগত কাজের ‘কারণে’ তাঁকে অন্য দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার অনুরোধও করেছেন সমুদ্র।

Leave a Comment