বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাড্ডায় ভারতীয় ফুটবল! দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এর ভবিষ্যৎ এই মুহূর্তে প্রশ্নের মুখে। কবে হবে, সেই উত্তর জানা নেই কারও। এদিকে, ভারতীয় ফুটবলের স্বার্থে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে বারবার এগিয়ে এসেছে শহরের ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের স্বার্থে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছিল তারা। এবার চিঠি গেল সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে (East Bengal Letter To PM Modi)। হ্যাঁ, ISL নিয়ে অচলাবস্থা কাটাতে খোদ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছে লাল হলুদ।
চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে বড় আবেদন ইস্টবেঙ্গলের
একাধিক সূত্রের দাবি, ইস্টবেঙ্গলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি লেখা হয়েছে তাতে পুনরায় ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়া নিয়ে ঘোর সংশয় প্রকাশ করেছে লাল হলুদ। চিঠিতে ইস্টবেঙ্গলের বক্তব্য, দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL অনিশ্চিত হয়ে পড়ায়, বিভিন্ন ফুটবল ক্লাব, ফুটবলার, ক্লাবকর্তা থেকে শুরু করে কোচ এমনকি সমর্থকরাও বেশ হতাশ।
অবশ্যই পড়ুন: কয়লা কাণ্ডে বড় অভিযান ED-র, বাংলা-ঝাড়খণ্ডের ১৬ জায়গায় হানা! নজরে কে?
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় ভারতীয় ফুটবল দলের অধঃপতনের বিষয়ও উল্লেখ করা হয়। জাতীয় দলের দুর্বল পরিস্থিতিকে সামনে রেখেই গোটা ভারতীয় ফুটবলের অন্ধকার দশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সমাধানের আবেদন জানায় মশাল ব্রিগেড। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে ইস্টবেঙ্গলের সভাপতি মুরারি লাল লোহিয়া আবেদন রেখেছেন, একদিকে ভারতীয় ফুটবল একপ্রকার অন্ধকারে! অন্যদিকে ইন্ডিয়ান সুপার লিগের স্পনসর পাওয়া নিয়ে তৈরি হয়েছে সমস্যা। ইস্টবেঙ্গলের বিশেষ আবেদন, ইন্ডিয়ান সুপার লিগের স্পনসর পাওয়ার বিষয় প্রধানমন্ত্রী যেন হস্তক্ষেপ করেন।
আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে ISL সম্পন্ন হতে পারে তার জন্য সুগম পথ তৈরিরও আর্জি জানানো হয় লাল হলুদের চিঠিতে। ইস্টবেঙ্গল ক্লাব বিশ্বাস করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে দেশজুড়ে খেলাধুলার উন্নতিতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন, তাতে তাঁর হাত ধরেই এই সমস্যার সমাধান সম্ভব। তাই ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সমস্যা কাটাতে এবং ভারতীয় ফুটবলের উন্নতিতে প্রধানমন্ত্রী যেন এগিয়ে আসেন সেই অনুরোধই রেখেছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। এবার কি তাহলে ISL নিয়ে অনিশ্চয়তা কাটাতে ময়দানে নামবেন খোদ প্রধানমন্ত্রী? উত্তর মিলবে সময় হলেই…