বাদ ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা! মিস ইউনিভার্স ২০২৫-র খেতাব জয় মেক্সিকোর ফাতিমা বোশের

Miss Universe 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের হতাশা! ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মার মাথায় উঠল না মিস ইউনিভার্স ২০২৫ (Miss Universe 2025) এর মুকুট। মেক্সিকোর নারী ফাতিমা বোশই জিতলেন বিশ্বসেরা ক্রাউন। এদিকে প্রথম রানার আপ হলেন মিস থাইল্যান্ড বীনা প্রবিনার সিং আর সেকেন্ড রানার আপ হয়েছেন মিস ভেনেজুয়েলা স্টেফেনি আবাসালি। এছাড়া থার্ড রানার আপ হয়েছেন মিস ফিলিপাইনস মা আহতিসা মানালো। কী বলছে তালিকা?

মেক্সিকোর সুন্দরীর মাথায় নয়া পালক

বলে দিই, থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ এর ফাইনালের মঞ্চে ফাতিমা বোশের মুকুটেই এই হিরের মুকুট উঠেছে। গোটা বিশ্বজুড়ে মোট ১২০টি দেশের প্রতিযোগী এই মিস ইউনিভার্স ২০২৫ এর ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে ছিল কলম্বিয়া, পুয়ের্তো রিকো, চিলি, কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা, চিন ইত্যাদি। তবে ভারতবাসীর নজর ছিল মণিকা বিশ্বকর্মার দিকে। কিন্তু তিনি শীর্ষ ১২ রাউন্ড বাদ বাদ পড়েন এবং ফাইনালের মুকুট চলে যায় মেক্সিকোর সুন্দরীর মাথায়।

ইনস্টাগ্রামে মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল পেজ থেকেই এই বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। সেখানে স্পষ্ট লেখা হয়েছে, আমাদের নতুন মিস ইউনিভার্সকে অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। আজ একজন স্টারের জন্ম হয়েছে। তাঁর করুণা, শক্তি এবং উজ্জ্বল আত্মবিশ্বাসের ছায়া সকলের হৃদয়ে জায়গা করেছে। আমরা তাঁকে নতুন রানী হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দে আপ্লুত। তাঁর নেতৃত্বে মহাবিশ্ব আরও উজ্জ্বল হয়ে উঠুক।

 

View this post on Instagram

 

A post shared by Miss Universe (@missuniverse)

আরও পড়ুনঃ রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কতক্ষণ? বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের

বাদ পড়লেন ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মা

উল্লেখ্য, মিস ইউনিভার্স ২০২৫ এর মঞ্চে ভারতসুন্দরী মণিকা বিশ্বকর্মাও নজর কেড়েছিলেন। শীর্ষ ১২ জনের তালিকায় তিনি স্থান পেয়েছেন। প্রতিযোগিতায় শেষ দিকে এসেই তিনি বাদ পড়েন। রাজস্থানের মেয়ে মণিকা। থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনিও অংশগ্রহণ করেছিলেন। জানা যাচ্ছে, তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির ছাত্রী এবং সমাজ কর্মীও বটে। মানসিক স্বাস্থ্য সম্পর্কেও অবগত ছিলেন। এছাড়া নিউরোবৈচিত্র রোগীদের জন্য তিনি সচেতনতা বাড়াতেন এবং নিউরোনোভা নামক প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। তবে ১২০টি দেশের প্রতিযোগীদের পরাজিত করেই মিস ইউনিভার্সের মুকুট পড়লেন এবার ফাতিমা।

Leave a Comment