ফসকাতে পারে T20 বিশ্বকাপ, ৬ মাস দলের বাইরে থাকতে পারেন গিল! চোট নিয়ে বড় খবর

Shubman Gill Injury Update he could ruled out for 6 months from India team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেন টেস্টে নেমে মাত্র 3 বল খেলেই ঘাড়ের চোট নিয়ে মাঠ ছাড়েন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। পরবর্তীতে ড্রেসিংরুম থেকে হাসপাতালে জার্নিটা সব শুভমন ভক্তদের জানা। কিন্তু এই মুহূর্তে কেমন আছেন ভারতীয় তারকা? বোর্ডের তরফে অবশ্য নতুন কোনও আপডেট আসেনি। তবে, বেশ কয়েকটি সূত্র বলছে, গিলের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চোট (Shubman Gill Injury Update) এখনও সারেনি। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না এটাই এখন চরম সত্য। এমতাবস্থায়, বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে শুভমন গিলের চোট যদি গুরুতর হয় সে ক্ষেত্রে তাঁকে 3 থেকে 6 মাস ভারতীয় দলের বাইরেই থাকতে হবে।

6 মাস ভারতীয় দলের বাইরে থাকতে হবে শুভমনকে?

ইডেনে ঘাড়ে চোট পাওয়ার পর তড়িঘড়ি শুভমনকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখানেই এমআরআই সহ একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলে ভারতীয় তারকার। শোনা গিয়েছিল, সাবধানতা মূলক পদক্ষেপ হিসেবে খেলোয়াড়কে আইসিইউতেও রাখা হয়। রিপোর্ট অনুযায়ী, বহু খেলোয়াড়কে চোট থেকে বের করে নিয়ে আসা ডাক্তার দীনেশ পারদিওয়ালার তত্ত্বাবধানে ছিলেন ভারতের অধিনায়ক। কিন্তু এখন কেমন রয়েছেন তিনি?

চিকিৎসক সূত্রে, শুভমনের ইন্টারস্পাইনস লিগামেন্ট ইঞ্জুরি রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, পিঠের পেছনের মেরুদন্ড অংশটিকেই বলা হয় স্পাইন। এর সাথে যুক্ত লিগামেন্টকে ইন্টারস্পাইনাস লিগামেন্ট বলা হয়ে থাকে। আর এই লিগামেন্টেই চোট পেয়েছেন গিল। বিশেষজ্ঞরা বলছেন, এই চোট যথেষ্ট গুরুতর। আচমকা চোট থেকে এই লিগামেন্ট ফেটেও যেতে পারে। তবে শুভমনের আঘাত কতটা গুরুতর তা নির্ভর করছে গ্রেডর উপর। চিকিৎসকরা বলছেন, ভারতীয় দলের অধিনায়কের আঘাতটি যদি গ্রেড 1 এ থাকত তবে তিনি এত দিনে চোট সারিয়ে সুস্থ হয়ে যেতে পারতেন। কিন্তু তেমনটা ঘটেনি। এখনও চোট সমস্যায় ভুগছেন ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: ISL নিয়ে অনিশ্চয়তা কাটাতে ময়দানে নামবেন খোদ প্রধানমন্ত্রী? বড় আবেদন ইস্টবেঙ্গলের

শুভমনের চোটের ধরন দেখে মনে হচ্ছে, তাঁর ফিট হয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে। তবে খেলোয়াড়ের চোট যদি গ্রেড 2 এ হয়ে থাকে তবে ঘাড় এক পাশ থেকে অন্য পাশে ঘোরাতে প্রচুর ব্যথা অনুভব হওয়ার কথা। সূত্রের খবর, সেই লক্ষ্যণ কিছুটা হলেও দেখা গিয়েছে ক্রিকেটারের মধ্যে। সেক্ষেত্রে গিলের চোট যদি গ্রেড 2 এ হয়ে থাকে তবে তাঁর সুস্থ হয়ে উঠতে 6 থেকে 12 সপ্তাহ সময় লাগবে। তবে যদি ক্রিকেটারের চোট গ্রেড 3 এর হয়, সেক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। কারণ এই বিশেষ বিভাগের চোট সারতে 3 থেকে 6 মাস বা তারও বেশি সময় নেয়। কাজেই ভারতের অধিনায়কের চোট যদি আদতেই গ্রেড 3 এর হয়, তবে তাঁকে প্রায় 6 মাস বা তারও বেশি সময় ভারতীয় দলের বাইরে থাকতে হবে। এক্ষেত্রে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন ভাঙতে পারে গিলের।

Leave a Comment