মমতার পর কমিশনকে এবার পাল্টা চিঠি শুভেন্দুর

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস তারপরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে বঙ্গের মাটি থেকে ভুয়ো ভোটার তাড়ানোর জন্য নির্বাচন কমিশন শুরু করে দিল SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি। আর তাই নিয়ে শুরু হল একাধিক বিতর্ক। এবার SIR নিয়ে কমিশনকে পাল্টা চিঠি দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

SIR নিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি মমতার

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া এবং পরিকল্পনা নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR আতঙ্কে ভোটার এবং BLO-র মৃত্যু নিয়ে তুলে ধরেছিলেন একাধিক অভিযোগ। যা নিয়ে সোশ্যাল মিডিয়া এক প্রকার আলোড়ন পড়ে গিয়েছিল। আর সেই চিঠির রেশ কাটতে না কাটতেই এদিন সন্ধ্যা বেলায় মমতার চিঠিকে তুলোধনা করে জ্ঞানেশকে পাল্টা চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। চার পাতার সেই দীর্ঘ চিঠিতে একাধিক উদাহরণ দিয়ে শুভেন্দু লিখলেন, এসআইআর সঠিক ভাবে সম্পন্ন হওয়া কতটা প্রয়োজন রাজ্যে ২৬ এর নির্বাচন শুরুর আগে।

পাল্টা কমিশনকে চিঠি শুভেন্দুর

রিপোর্ট মোতাবেক বৃহস্পতিবার, বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনে জানিয়েছেন যে, গত তিন মাস ধরে মুখ্যমন্ত্রী বারংবার BLO-দের উদ্দেশে বার্তা দিয়ে এসেছেন যে, SIR এর ক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করুন কারণ। ভোটের পরে রাজ্য সরকারের চাকরিই তাঁদের করতে হবে। অর্থাৎ BLO-দের কমিশনের নির্দেশ পালনের বদলে রাজনৈতিক দাসত্ব পালনে প্ররোচনা দিয়েছেন মমতা, শুধু তাই নয় রাজ্যের মুখ্য নির্বাচনী মনোজ আগারওয়ালের বিরুদ্ধেও মমতা দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা।

মুকুল রায়ের মামলার কথাও তুললেন শুভেন্দু

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, “মমতার চিঠি আদতে নির্বাচন কমিশনের উপর মানুষের যে আস্থা, তাতে আঘাত হানছে। আসলে রাজ্যের শাসক দল ভোটের স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের এতদিন ধরে সুরক্ষা দিয়েছেন। কিন্তু এখন SIR-এর ভয়ে আসল সত্যি বেরিয়ে আসার ভয়ে জায়গায় জায়গায় বাংলাদেশিদের ঘর ছাড়ার হিড়িক বেড়েছে। হাকিমপুরে বাংলাদেশ সীমান্তে ভিড় বাড়ছে, এমন ছবিও সামনে এসেছে।” এদিন শুভেন্দু চিঠিতে মুকুল রায়ের মামলার কথাও উল্লেখ করেছেন।

আরও পড়ুন: হিজাব না থাকলে মহিলা রোগীদের বিরক্ত করতেন জঙ্গি ডাক্তার উমর! বিস্ফোরক তথ্য ফাঁস

প্রসঙ্গত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় একের পর এক ভোটারের মৃত্যু এবং বিএলও-র আত্মহত্যার প্রসঙ্গ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানালেন তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। যা অত্যন্ত বিপজ্জনকও। তাই শীঘ্রই এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানান তিনি। তাই এবার সেই চিঠির পাল্টা জবাব দিলেন শুভেন্দু।

Leave a Comment