নিয়োগ নিয়ে হাইকোর্টের রায়কে খারিজ করল সুপ্রিম কোর্ট! ফিরল ২৫ জনের চাকরি

Birbhum

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে রাজ্যে এসএসসি এবং প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলা হয়েই চলেছে। এদিকে সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় খবরের শিরোনামে ফের উঠে এল আরেক দুর্নীতি সংক্রান্ত উল্লেখযোগ্য তথ্য, আর সেটি হল বীরভূমে (Birbhum) রাজ্য দমকল বিভাগে ফায়ার অপারেটর নিয়োগ। সূত্রের খবর, এই নিয়োগে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর তাতেই চাকরি ফিরে পেলেন ২৮ জন।

দমকলে নিয়োগে ‘বড়’ অনিয়ম!

রিপোর্ট মোতাবেক ২০১৭ সালে বীরভূমে অক্সিলিয়ারি ফায়ার অপারেটর পদে ২৮ জন চাকরী পেয়েছিলেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠে এসেছে। যা নিয়ে মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। যদিও এর আগে এই নিয়োগ মামলা উঠেছিল স্যাটে, কিন্তু মামলার ধরন এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেষ পর্যন্ত এটি কলকাতা হাইকোর্টে যায়। এরপর ২০২৩-এ সেই মামলার দীর্ঘ শুনানির পর ওই ২৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এমনকি এই মামলার নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট স্পস্ট জানায় ‘দমকলের মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী নিয়োগ হয়, সেখানে এমন অস্থায়ী নিয়োগ যথাযথ নয়। পাশাপাশি এটা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী।’ কিন্তু এবার সেই রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টে

রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ শুক্রবার, রাজ্যে দমকল নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চ। আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হল যে বীরভূমের ২৫ জন দমকলকর্মীর চাকরি ফিরিয়ে দিতে হবে। ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে চাকরি ফিরে পেলেন তাঁরা। অন্যদিকে বাকি তিনজনের বিষয়ে আলাদা সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় দমকল নিয়োগে রাজ্যকে কার্যত ক্লিন চিটই দিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও অক্সিলিয়ারি ফায়ার অপারেটর পদ নিয়োগ নিয়ে এই বিতর্ক বিগত কয়েক বছর ধরেই চলছে, আজ সেই বিতর্কের অবসান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: বেলেঘাটায় এবার সাত বিএলও-কে শোকজ কমিশনের! নেপথ্যে কারণ কী?

প্রসঙ্গত, এইমুহুর্তে রাজ্যে নিয়োগ দুর্নীতি অন্যতম জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। চলতি বছর এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি রাতারাতি চলে গিয়েছিল। আদালতের এই রায়ে অনেক অযোগ্য চাকরিপ্রার্থীর চাকরি বাতিল হয়েছিল বটে কিন্তু তার সঙ্গে বলির পাঠা হতে হয়েছিল বেশ কয়েকজন যোগ্য শিক্ষককে। যদিও এই মামলায় অন্য রায় প্রদান করল সুপ্রিম কোর্ট।

Leave a Comment