অনুপ্রবেশকারী নিয়ে এবার নাম না করেই মমতাকে তোপ অমিত শাহের

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়াকে ঘিরে চরম বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের কাজ নিয়ে কমিশনকে চিঠি পাঠানোর প্রতিযোগিতা শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। আর এবার মুখ্যমন্ত্রীর রাজ্যে SIR প্রক্রিয়া বন্ধ করার আর্জি নিয়ে ক্ষেপে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নাম না করেই মমতার দিকেই আক্রমণ শানালেন তিনি। সরাসরি অভিযোগ করলেন অনুপ্রবেশকারীদের ‘সুরক্ষা প্রদান’ করা হচ্ছে বলে।

কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার সরাতে বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ফের SIR বা ভোটার তালিকার বিশেষ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও অনেকেই এই প্রক্রিয়ার বিরোধী। এমতাবস্থায় বাংলায় SIR আতঙ্কের জেরে গোটা রাজ্যে যখন বাড়ছে মৃতের সংখ্যা তখন এর বিরোধিতায় অগ্রণী ভূমিকা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই প্রক্রিয়া আসলে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। তাই বৃহস্পতিবারই তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখে BLO-দের কাজের চাপ, এবং আমজনতার অসুবিধার দিকটা নজরে রেখে SIR বন্ধ করার আর্জি জানালেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এবার শুভেন্দুর পর এই চিঠির পাল্টা জবাব দিলেন অমিত শাহ।

মমতাকে নিশানা করে মন্তব্য শাহের

আজ অর্থাৎ শুক্রবার, স্বরাষ্ট্র দফতরের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করে তাঁকে নিশানা করে অমিত শাহ এদিন জানিয়েছেন যে, ‘দেশের অভ্যন্তরীণ সুরক্ষার খাতিরেই যে শুধু অনুপ্রবেশ রুখতে হবে এমনটা নয়। গণতান্ত্রিক স্বার্থের কথা মাথায় রেখেও এই অনুপ্রবেশ বন্ধ করা প্রয়োজন। কিন্তু কেউ কেউ তাতে রাজি নয়। উল্টে তাঁরা অনুপ্রবেশকারীদের ‘সুরক্ষা প্রদান’ করছে।” তাঁর আরও সংযোজন, “দুর্ভাগ্যবশত, বেশ কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের নিরাপত্তা প্রদানে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে। তাঁরা কমিশনেরও বিরোধী। ভারতের নির্বাচন কমিশন যে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ চালাচ্ছে, তা তাঁরা চায় না।” অর্থাৎ একদিকে শাহ শুধু মমতাকে নয়, রাহুল গান্ধীকেও টার্গেট করেছে।

আরও পড়ুন: ভুয়ো নথি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা! অজস্র প্রার্থীকে চিহ্নিত করল SSC

উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার SIR বন্ধের জন্য নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ‘পরিকল্পনাহীন’ ভাবে কর্তব্যরত আধিকারিক ও জনসাধারণের উপর চাপ তৈরি করা হচ্ছে বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তার পরেই ওই চিঠির পাল্টা জবাব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চার পাতার সেই দীর্ঘ চিঠিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে শুভেন্দু উদাহরণ দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে কেন রাজ্যে ২৬ এর নির্বাচন শুরুর আগে এসআইআর সঠিক ভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন। যদিও এখনও তৃণমূলের তরফে কোন স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Leave a Comment