বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময়ে, ভারতের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত কবে আসবে তা নিয়েই বহু অপেক্ষার প্রহর গুনেছেন দেশবাসী। আপাতত সেই অপেক্ষা মিটেছে আমজনতার। তবে গর্বের বন্দে ভারত নিয়ে ভারতীয়দের মধ্যে উৎসাহের অন্ত নেই। দেশের বুক চিড়ে নিজের যাত্রা শুরু করার পর থেকে শুধুই প্রশংসা পেয়েছে ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত। এখন অপেক্ষা বন্দে ভারত স্লিপার কবে আসবে তা নিয়েই। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সেমি হাইস্পিড ট্রেনের নতুন সংস্করণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দেশবাসী (Vande Bharat Sleeper Launch Date)। এবার সেই বন্দে ভারত স্লিপার নিয়েই বড় আপডেট দিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কবে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার?
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষনা করেছেন আগামী মাস অর্থাৎ 2025 এর ডিসেম্বরেই চালু হয়ে যাবে বন্দে ভারত স্লিপার ট্রেন। রেলমন্ত্রী তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় রেলের বুক চিড়ে ছোটার আগে বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে বেশ কিছু বদল আসতে চলেছে। আশা করা হচ্ছে, ট্রেনটিতে আসা বেশ কিছু পরিবর্তন যাত্রীদের আরও বেশি আকৃষ্ট করবে।
এদিন ট্রেনটি চালু করতে এত বিলম্ব হওয়ার কারণও জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, “ট্রেনটির সংস্কারের কাজ জোর কদমে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এটিকে ভারতীয় রেলের ট্র্যাকে নামানো হবে।” ট্রেনটি চালু করার ক্ষেত্রে এত বিলম্ব হওয়ার কারণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বন্দে ভারত স্লিপার ট্রেনটির সংস্কারের সময় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে ট্রেনটি চালু করার ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। তাছাড়াও ট্রেনটির বগি এবং সিটে কিছু সমস্যা লক্ষ্য করা গিয়েছিল। সেই সব ত্রুটিগুলির মধ্যে রয়েছে জরুরি অ্যালার্ম বসানোর জায়গা নিয়ে সমস্যা, এসি ডাক্টের অবস্থান, ফায়ার কেবল আর্ক ফল্ট সনাক্তকরণ ডিভাইসের অবস্থান। সেইসব সমস্যা মেটাতে ট্রেনটিতে একাধিক পরিবর্তন এসেছে।
বন্দে ভারত স্লিপারে বিমানের মতো সুযোগ সুবিধা পাবেন যাত্রীরা
একাধিক রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারতের নতুন সংস্করণের ট্রেনটিতে বিমানের মতোই বেশকিছু সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা। যার মধ্যে উল্লেখযোগ্য, এই ট্রেনে বিমানের মতোই আরামদায়ক বার্থ থাকছে। এছাড়াও এই ট্রেনটির ডিজাইন তাক লাগানোর মত। ট্রেনের দরজাগুলি সফট টাচেই খুলে যাবে। পাশাপাশি কোনও বোতাম প্রেস না করেও জল সরবরাহ হবে এই বিশেষ ট্রেনে। একই সাথে এই ট্রেনে থাকছে, সেন্সর সক্রিয় অন্তসংযোগকারী দরজা, টাচ ফ্রি জৈব ভ্যাকুয়াম টয়লেট, টকব্যাক ইউনিটের সহ প্রথম শ্রেণীর বার্থে যাওয়ার জন্য ডিজাইনিং আরামদায়ক সিঁড়ি, ফ্লাইট স্টাইলের অ্যাটেনডেন্ট বোতাম সহ জরুরী ব্রেকিং সিস্টেমের মত একাধিক সুবিধা।
অবশ্যই পড়ুন: একজন নয়, রাসেলের বিকল্প হিসেবে এই দুই বিদেশি অলরাউন্ডারকে কিনতে পারে KKR
ট্রেনটির গতি এবং ভাড়া
ভারতীয় রেলের গর্বের বন্দে ভারত ট্রেনটির বিশেষ সংস্করণ স্লিপারও দীর্ঘ দূরত্ব অতিক্রম করবে বলেই খবর। সেক্ষেত্রে এই ট্রেনটির গতি ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার হতে পারে। ভারতীয় রেলের বেশ কয়েকটি সূত্র বলছে, অন্যান্য এক্সপ্রেস ট্রেনের থেকে এই ট্রেনটিকে আলাদা করে তুলবে এর বিভিন্ন আকর্ষণীয় বৈশিষ্ট্য। তবে বন্দে ভারত স্লিপারের ভাড়া কত হবে সেই সংক্রান্ত কোনও তথ্য দেয়নি ভারতীয় রেল। যদিও বেশ কয়েকটি সূত্র দাবি করছে, এই ট্রেনটির ভাড়া রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের স্ট্যান্ডার্ডে রাখা হতে পারে।