একদিনেই আয় ৮,১৯,০০,০০০ টাকা! অনিলকে পিছনে ফেলে খেল দেখালেন মুকেশ আম্বানি

সৌভিক মুখার্জী, কলকাতা: চমক দিল মুকেশ আম্বানি (Mukesh Ambani)! ভারতের শেয়ারবাজার বুধবার সকালে বেশ জাঁকজমকপূর্ণও ছিল। মধ্যপ্রাচ্যের ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে উৎসাহের ছাপ পড়ল এবার দেশর শেয়ার সূচকে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল BSE Sensex 426 পয়েন্ট এবং Nifty 123 পয়েন্ট উর্ধগতিতে।

আর ঠিক এই জায়গায়ই খেল দেখাল মুকেশ আম্বানি। হ্যাঁ, একদিনে 8 কোটি 19 লক্ষ টাকার বেশি পকেটে ভরল ভারতের ধনকুবের। কিন্তু কীভাবে সম্ভব হল এই বিপুল পরিমাণ প্রফিট? চলুন জেনে নিই পুরো বিষয়টি।

শেয়ারবাজারে ঝড় তুললেন আম্বানি

আসলে এই ঊর্ধ্বগতির মূল কেন্দ্রবিন্দুতে ছিল মুকান্দ লিমিটেড কোম্পানির শেয়ার। কারণ, বুধবার একধাক্কায় 20% লাভ দিয়ে এই কোম্পানির শেয়ার 137.40 টাকায় পৌঁছই, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। বলে দিই, মুকান্দ লিমিটেড মূলত একসময় রি-রোলিং মিল এবং ফাউন্ড্রি ব্যবসা দিয়ে শুরু করেছিল। তবে বর্তমানে এটি মাল্টি-ডিভিশন প্রোডাক্ট এবং হেভি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিতে কাজ করে। এমনকি বাজাজ গ্রুপের অংশ হিসেবেও তকমা পেয়েছে মুকান্দ লিমিটেড।

একদিনেই আয় 8 কোটি 19 লক্ষ টাকা!

জানিয়ে রাখি, মুকান্দ লিমিটেড মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী সংস্থা, যা Siddhant Commercials Pvt Ltd-র মাধ্যমে বিনিয়োগ করেছিল। আর এই সংস্থার হাতে বর্তমানে 35,79,056টি শেয়ার রয়েছে, যা মোট শেয়ারের প্রায় 2.48%।

এদিকে শেয়ারের দাম একদিনে 22.90 টাকা বেড়ে যাওয়ার জেরে Siddhant Commercials Pvt Ltd-র মুনাফা এসেছে প্রায় 8,19,60,382 টাকা। হ্যাঁ, এটি একদিনেরই মুনাফা। মানে প্রতি ঘন্টায় দাঁড়াচ্ছে প্রায় 34 লক্ষ টাকার বেশি আয়।

আরও পড়ুনঃ ‘আমাদের মারবে বলেই বানাচ্ছে!’ ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বাংলাদেশের

পিছিয়ে পরলেন অনিল আম্বানি

এদিকে এই একই দিনে অনিল আম্বানির নেতৃত্বাধীন সংস্থাগুলির পারফরম্যান্স মুকেশ আম্বানির থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। হ্যাঁ, রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম বেড়েছে মাত্র 1.57% এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারের বৃদ্ধি পেয়েছে মাত্র 2.6%। আর ওদিকে মুকান্দ লিমিটেডের 20% বৃদ্ধি ফলে আম্বানি ধনীদের কাতারে আরও একধাপ এগিয়ে গেলেন।

Leave a Comment