প্রীতি পোদ্দার, কলকাতা: বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)! এখন থেকে কলকাতার রাস্তায় পার্কিং করতে গেলে মেনে চলতে হবে বিশেষ নিয়ম! সূত্রের খবর, এখন থেকে কলকাতায় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পার্কিং বন্ধ রাখার নতুন সিদ্ধান্ত ঘোষণা করল কলকাতা পুরসভা। শহরে নিয়মিত জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে পুরকর্মীদের সমস্যা কমানোর জন্য এবং তা নিয়ন্ত্রণ করতেই কড়া নির্দেশ জারি হতে চলেছে। আর তাই নিয়ে বেশ আলোচনা ছড়িয়েছে এলাকা জুড়ে।
বিশেষ নির্দেশ কলকাতা পুরসভার
রিপোর্ট মোতাবেক সম্প্রতি কলকাতা পুরসভা রাস্তায় গাড়ি পার্কিং করার বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে কলকাতার রাস্তায় সকাল সাতটা থেকে সকাল ৯ টা পর্যন্ত গাড়ি পার্কিং বন্ধ হতে চলেছে। শহর পরিস্কার করতে এবং ময়লা আবর্জনা ফেলতে সমস্যায় পড়তে হচ্ছে বর্জ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের। এই অভিযোগ মেয়র ফিরহাদ হাকিমের কাছে পৌঁছতেই পুর কমিশনার সুমিত গুপ্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল অবিলম্বে নির্দেশিকা জারি করার, আর তাই সেই নিরিখে এমন পদক্ষেপ নিল কলকাতা পুরসভা।
কী বলছেন ফিরহাদ হাকিম?
গতকাল অর্থাৎ শুক্রবার ‘টক টু মেয়র’-এ মেয়র ফিরহাদ হাকিম গাড়ি পার্কিং প্রসঙ্গে জানিয়েছেন যে, রাস্তা জুড়ে গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ির পিছনে অথবা ফাঁকে জঞ্জাল ফেলে দিচ্ছেন অনেকে৷ এদিকে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকায় পুরকর্মীরা সকালে জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে সেই জঞ্জাল পরিষ্কার করতে পারছেন না৷ বিশেষত আবাসন এবং বহুতলগুলির সামনে এই সমস্যা হচ্ছে৷ অনেক অভিযোগ উঠে আসছে৷ তাই সেই সমস্যা সমাধান করতেই সকালবেলা গাড়ি পার্কিং নিয়ে পদক্ষেপ নিল পুরকর্তৃপক্ষ৷
আরও পড়ুন: ডিসেম্বর থেকেই ভোট যুদ্ধের প্রচার বিজেপির! মুহুর্মুহু বঙ্গ সফরে মোদী-শাহ
প্রসঙ্গত, শহরের বেশ কিছু রাস্তায় যত্রতত্র দীর্ঘদিন ধরে অচল গাড়িও পড়ে থাকে। এগুলোর জেরে শুধু জঞ্জাল পরিষ্কারের কাজে বাধা তৈরি হয় না, এলাকাবাসীরাও নিয়মিত সমস্যার সম্মুখীন হন। তাই কলকাতা পুরসভা ঠিক করেছে কলকাতা পুলিশ কমিশনারের সহায়তায়, কোন থানার সামনে কতগুলি গাড়ি ছয় মাসের বেশি সময় ধরে পড়ে আছে তার তালিকা তৈরি করে গাড়ির মালিককে নোটিস পাঠানো। কলকাতা পুরসভা সূত্রে ইঙ্গিত, এই সিদ্ধান্ত প্রয়োগে কোনও শিথিলতা রাখা হবে না। এমনকি মেয়র নিজেও জানিয়েছেন, বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।