সহেলি মিত্র, কলকাতা: আবারও বিশ বাঁও জলে চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) প্রকল্প। কাজ শুরু হতে না হতেই ফের উড়ে এসে জুড়ে বসল বাধা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই জট কাটাতে এবার কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হল RVNL। এরপরেই নড়েচড়ে বসেছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট শুক্রবার রেল বিকাশ নিগম লিমিটেডকে (আরভিএনএল) নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরের কাজের বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানাতে নির্দেশ দিয়েছে।
ফের জটে আটকে গেল চিংড়িঘাটা মেট্রো প্রকল্প
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ জানিয়েছে, আরভিএনএলের লিখিত দাখিলপত্র পরীক্ষা করে আদালত পরবর্তী পদক্ষেপ নেবে। আরভিএনএল বেঞ্চকে জানানোর পর এই নির্দেশ দেওয়া হল যে বেলেঘাটা এবং গৌর কিশোর ঘোষ স্টেশনের মধ্যে ৩৬৬ মিটার দীর্ঘ অংশের কাজ এখনও আটকে আছে কারণ কলকাতা পুলিশ প্রয়োজনীয় রাস্তা বন্ধের অনুমতি দেয়নি। কর্পোরেশন জানিয়েছে যে হাইকোর্টের নির্দেশে ডাকা একটি সরকারী সভায় পূর্বের আশ্বাস সত্ত্বেও এই কাজে দেরি হচ্ছে।
আরভিএনএল আদালতকে জানিয়েছে যে রাজ্য সরকার, কলকাতা পুলিশ এবং মেট্রো রেলওয়ের প্রতিনিধিরা নির্দেশ অনুসারে একটি যৌথ বৈঠক করেছেন। সেই বৈঠকে রাজ্য ও পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিয়েছিলেন যে নভেম্বরের শনিবার এবং রবিবার চিংড়িহাটা ক্রসিং সম্পূর্ণ বন্ধের জন্য সংরক্ষণ করা হবে যাতে অবশিষ্ট মেট্রো পিয়ারগুলি নির্মাণ করা যায়। তবে, আরভিএনএল জানিয়েছে যে পরে কোনও NOC জারি করা হয়নি।
বিশেষ নির্দেশ কলকাতা হাইকোর্টের
সংস্থাটি অভিযোগ করেছে যে পুলিশ পরে ইডেন গার্ডেনে একটি টেস্ট ম্যাচ এবং ম্যারাথনের মতো কারণ দেখিয়ে অনুমতি প্রত্যাখ্যান করে, যার ফলে মুলতুবি থাকা অংশের কোনও অগ্রগতি হয়নি। বেঞ্চ বলেছে যে RVNL-কে আনুষ্ঠানিকভাবে সমস্ত দাবি এবং নথি লিখিতভাবে আদালতে জমা দিতে হবে। এর পরেই, আরও আদেশ বিবেচনা করা হবে।