বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রীড়া জগতে দাপট দেখাতে ফুটবল, রেসলিং, টেনিস, বক্সিং সহ অন্যান্য প্রতিযোগিতার পাশাপাশি এবার কার্যত বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে টেক্কা দিতে 3500 কোটির টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (3500 Crores T20 League) চালু করার পথে হেঁটেছে সৌদি আরব!
সবদিক ঠিক থাকলে আগামী কিছু বছরের মধ্যেই সৌদির অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা হয়ে উঠতে পারে দেশটির ক্রিকেট লিগ, এমতবস্থায়, আচমকা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সৌদি আরবকে সাহায্য করতে, না বলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার?
কেন ফ্রাঞ্চাইজি লিগে সৌদি আরবকে সাহায্য করছে না BCCI ও ECB?
প্রথমেই বলি, টি-টোয়েন্টি লিগে চমক দেখাতে একটি বৃহৎ ক্রিকেট লিগের পরিকল্পনা বহু আগে থেকেই করে আসছে সৌদি আরব। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব সরকারের নিয়ন্ত্রণাধীন SRJ স্পোর্টসের তত্ত্বাবধানে এই বৃহৎ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, যার জন্য নাকি 400 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 3500 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব।
তবে সেই পরিকল্পনার মাঝেই হঠাৎ গন্তব্যের পথে ঢাল হয়ে দাঁড়াল ECB ও BCCI! জানা যাচ্ছে, সৌদি আরবে ফ্রাঞ্চাইজি লিগ হোক এমনটা চাইছে না, দুই দেশের কোনও ক্রিকেট বোর্ডই। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের টি-টোয়েন্টি লিগ নিয়ে যথেষ্ট অখুশি ভারতীয় ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। একটি বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব নতুন টি-টোয়েন্টি লিগের আয়োজন করছে এ কথা জানতে পেরেই সম্প্রতি আলোচনায় বসেছিল ভারত এবং ইংল্যান্ড দুই দেশের ক্রিকেট বোর্ড।
আর সেখানেই নাকি সৌদি আরবে টি-টোয়েন্ট লিগ শুরু হলে তা সমর্থন করবে না বলেই জানিয়ে দেয় দুই দেশ। সূত্রের খবর, ভারত ও ইংল্যান্ড দু দলের ক্রিকেট বোর্ডের আলোচনায় নাকি এমন তথ্যও উঠে এসেছে যে, সৌদি আরবে টি-টোয়েন্টি লিগ খেলতে দু’দেশের কেউই তাদের প্লেয়ারদের অনাপত্তি পত্র বা NOC দেবে না। কিন্তু কেন? এর নেপথ্যে অনেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও দ্য হান্ড্রেড লিগের স্বার্থ খুঁজে পাচ্ছেন।
আসলে, বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ IPL, যার বর্তমান বাজার মূল্য 12 বিলিয়ন ডলার। খুব সম্ভবত ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে না, সৌদিতে নতুন প্রিমিয়ার লিগ আয়োজনে IPL-এর জনপ্রিয়তয় কোনও ভাটা পড়ুক! অন্যদিকে ECB-ও চায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ দা হান্ড্রেড লিগের জনপ্রিয়তাতেও কোনও আঁচ না আসে, অনেকেই মনে করছেন মূলত এই কারণেই সৌদি লিগের বিরোধিতা করছে দুপক্ষ!
অবশ্যই পড়ুন: PAN কার্ড, ATM, ক্রেডিট কার্ড থেকে LPG! ১ জুলাই থেকেই বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম
উল্লেখ্য, বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে সমর্থন না পেলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে পূর্ণ সমর্থন পাচ্ছে সৌদি আরবের আপকামিং টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ।