বর্ধমানে নারকীয় ঘটনা, রাত ৯টায় বাড়ি থেকে বেরোতেই কিশোরীকে গণধর্ষণ! গ্রেফতার ৬

Ausgram

প্রীতি পোদ্দার, পূর্ব বর্ধমান: ফের ধর্ষণের শিকার এক নাবালিকা! রাতের অন্ধকারে আউশগ্রামের (Ausgram) বাঁশবাগানে গিয়ে ভয়ংকর নারকীয় অত্যাচারের অভিযোগ উঠল ছয় যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে এই ঘটনায় ধৃতদের মধ্যে চার জন নাবালক এবং দু’জন যুবক। তাঁদের বিরুদ্ধে পূর্ব বর্ধমান পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৭০(২) ও পকসো আইনের ৬ এবং ১০ ধারায় মামলা রুজু করেছে।

ঘটনাটি কী?

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার পূর্ব বর্ধমানের আউসগ্রামে রাত সাড়ে ৯টা নাগাদ নির্যাতিতা কিশোরী তার এক দূরসম্পর্কের আত্মীয়ের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিল। রাতের অন্ধকারে সুযোগ বুঝে তখনই এই সময় তাদের উপর চড়াও হয় দু’জন অভিযুক্ত। জোর করে টেনে তাদের বাঁশবাগানে নিয়ে যায়। আর সেখানেই উপস্থিত ছিলেন বাকি চার জন অভিযুক্ত। কিশোরীর দূরসম্পর্কের ওই আত্মীয়কেও ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়। ওই সময় নির্যাতিতার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। এবং কিশোরীকে পরিবারের কাছে কিছু না জানানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। কিন্তু ভোট এবং পরিবারের সদস্যদের চাপে পুরো ঘটনা জানিয়ে দেয় কিশোরী।

গ্রেফতার ৬ অভিযুক্ত

কিশোরীর ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এবং সেই অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই শনাক্ত করে একে একে ছ’জনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭০(২) ও পকসো আইনের ৬ এবং ১০ ধারায় মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে ধৃতদের মধ্যে দু’জন যুবককে গতকাল অর্থাৎ শুক্রবার পকসো আদালতে হাজির করানো হয়। সেখানে বিচারকের নির্দেশে তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বাকি চার নাবালক অভিযুক্তকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: অতিরিক্ত টাকার দাবি! উত্তরপাড়ায় দুই বৃহন্নলা গোষ্ঠীর মধ্যে ব্যাপক দ্বন্দ্ব, গ্রেফতার ৩

প্রসঙ্গত, শেষ আপডেট অনুযায়ী, ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে, সেক্ষেত্রে এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নির্যাতিতার চিকিৎসা রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের কল রেকর্ডও পরীক্ষা করা হয়েছে।

Leave a Comment