বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো অতীত ভুলে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। তাই IPL 2026 এর আগে একেবারে 10 জন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। তবে সবচেয়ে অবাক করা বিষয়, তিন উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক, রহমানউল্লাহ গুরবাজ এবং লুভনিথ সিসোদিয়া, কেউই জায়গা পাননি কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকায়। ফলত, এই মুহূর্তে দক্ষ উইকেটকিপারের অভাবে ভুগছে নাইট ম্যানেজমেন্ট। কাজেই আসন্ন নিলাম থেকে দু একজন দক্ষ উইকেটকিপার ব্যাটসম্যান কেনাই লক্ষ্য KKR এর (KKR Target Wicketkeepers)। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি নাইট ম্যানেজমেন্টের নজরে রয়েছেন 3 স্টার উইকেটকিপার।
সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে নামবে KKR
সকলকে অবাক করে গত 15 নভেম্বর ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ 11 বছর পর প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নিয়েছে নাইট ম্যানেজমেন্ট। যা এবারের রিটেনশনের নিরিখে ঐতিহাসিক। শুধু তাই নয়, দীর্ঘ বিতর্কের পর শেষমেষ 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ারকে বিদায় দিয়েছে তারা। সেই সাথেই বাদ পড়েছেন একাধিক নামকরা মুখ। সেই সূত্রে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে নিলামের জন্য সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখেছে শাহরুখের দল। বলাই বাহুল্য, 10 জন ক্রিকেটারকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে 64.3 কোটি টাকা রয়েছে KKR এর হাতে। তা নিয়েই ক্রিকেটার কিনতে নিলামে নামতে চলেছে শহরের এই দল।
অবশ্যই পড়ুন: বাংলাদেশের কাছে হার, ফর্মে থাকা বৈভব সূর্যবংশীকে কেন নামানো হল না সুপার ওভারে?
এই 3 উইকেটকিপারে নজর রয়েছে KKR এর!
স্পোর্টসকিডার একটি রিপোর্ট অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উইকেটকিপারের শূন্যস্থান পূরণ করতে নিলাম থেকে কয়েকজন দক্ষ উইকেটকিপার ব্যাটসম্যানকে কিনবে KKR। সূত্রের খবর, উইকেটের পেছনে দাঁড়ানোর জন্য বিদেশি প্লেয়ারেই ভরসা রাখতে পারে নাইট ম্যানেজমেন্ট। রিপোর্ট বলছে, এক্ষেত্রে নিলাম টেবিল থেকে উইকেটকিপার হিসেবে প্রথমেই ইংলিশ ক্রিকেটার জনি বেইরস্টোকে (বড় নাম) দলে নিতে চাইবে KKR। উইকেটকিপিংয়ের পাশাপাশি একজন ব্যাটার হিসেবেও যথেষ্ট শক্তিশালী এই বিদেশি ক্রিকেটার।
রিপোর্ট অনুযায়ী, ইংলিশ তারকার পাশাপাশি নিজেদের উইকেট কিপারের শূন্যস্থান ভরাট করতে ইংল্যান্ডেরই জেমি স্মিথ অথবা ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের উপরেও নজর রয়েছে কলকাতার। আপাতত যা খবর, আসন্ন নিলামে এই 3 উইকেটকিপার ব্যাটসম্যানকে টার্গেট করবে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে অন্যান্য দলের সাথে দরকষাকষিতে নেমে অন্তত দুজনকে দলে টেনে দিতে পারে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি।