বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো গত মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতীয় দলে খেলেছিলেন তিনি। এরপর থেকে আর মহম্মদ শামির জন্য খোলেনি টিম ইন্ডিয়ার দরজা। যা নিয়ে বিতর্কের জল গড়িয়েছিল বহুদূর। শামির প্রত্যাবর্তন নিয়ে বেশ কয়েকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল খোদ ভারতীয় দলের নির্বাচক অজিত আগরকরকে। এবার সেই মহম্মদ শামিই নাকি ফিরতে চলেছেন ভারতীয় দলের নীল জার্সিতে! শোনা যাচ্ছে, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে বাংলার পেসারের (Mohammed Shami Comeback)।
শীঘ্রই জাতীয় দলে ডাক পেতে পারেন শামি
বিগত দিনগুলিতে বারবার ভারতীয় দল থেকে বাদ পড়ার পরও নিজের অনুশীলনে এক ফোটাও কমতি রাখেননি শামি। ভারতের এই অভিজ্ঞ পেসার যেমন বল হাতে নেটে ঘাম ঝরিয়েছেন, তেমনই রঞ্জি ট্রফির মঞ্চে কামাল দেখিয়ে তুলে নিয়েছেন একের পর এক উইকেট। শামি মনে করেন, জাতীয় দলে উপেক্ষিত থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিজের কাজ করে যাবেন তিনি। সে কথা রেখেছেন তিনি। সম্প্রীতি রঞ্জিত ট্রফির মঞ্চে বাংলার হয়ে কার্যত কম্পন ধরিয়েছিলেন ভারতের বহু যুদ্ধজয়ের কারিগর। এবার হয়তো সে কারণেই খুলতে পারে জাতীয় দলের দরজা।
আপাতত পুরোপুরি ফিট শামি। ভারতীয় তারকার ফিটনেস নিয়ে এতদিন প্রশ্ন থাকলেও এই মুহূর্তে সেই প্রসঙ্গ ওঠার কথা নয়। মাঠে যেভাবে উইকেটে দখল জমাচ্ছেন 35 বছরের এই পেসার, তাতে তাঁকে না নিলে আখেরে ক্ষতি হবে ভারতীয় দলের, মনে করছেন ক্রিকেট মহলের একাংশ। ফলে যেকোনও মুহূর্তে ভারতীয় দলে ডাক পেয়ে যেতে পারেন শামি। সূত্রের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে সেটা হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের আগেই। সব ঠিক থাকলে এখানেই রোহিত শর্মা, বিরাট কোহলিদের সাথে খেলতে দেখা যেতে পারে পুরনো সঙ্গীকে।
অবশ্যই পড়ুন: ধোনির অধিনায়ক হওয়ার জন্যই CSK তে এসেছেন সঞ্জু স্যামসন! ফাঁস গোপন খবর
উল্লেখ্য, ভারতীয় দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করেছেন শামি। কিছুদিন আগেই বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে মোট চার ম্যাচে অংশ নিয়ে 20টি উইকেট তুলেছেন এই ভারতীয় বোলার। যার মধ্যে এক ম্যাচে 5 উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি। সেসব নিয়েই শামিনিজেও আশাবাদী হয়তো খুব শীঘ্রই ভারতীয় দলে ডাক পেয়ে যাবেন তিনি। কিছুদিন আগে অবশ্য শামির জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুলে প্রধান নির্বাচক আগরকর বলেছিলেন, শামি কতটা ফিট রয়েছেন তা তার জানা নেই। এর উত্তরে অবশ্য পালটা দিয়েছিলেন ভারতীয় পেসারও। তাঁর বক্তব্য ছিল, বোর্ড বা নির্বাচন কমিটিকে শারীরিক অবস্থা সম্পর্কে জানানোটা তাঁর দায়িত্ব নয়।