বিক্রম ব্যানার্জী, কলকাতা: তালিবান সরকার গঠনের পর সময় যত এগিয়েছে প্রতিবেশী আফগানিস্তানের সাথে ততই তিক্ততা বেড়েছে পাকিস্তানের। সাম্প্রতিককালে, একেবারে সরাসরি যুদ্ধে জড়িয়েছিল এই দুই দেশ। এখনও যে সেই সংঘাত মিটে গিয়েছে তেমনটা নয়। তুরস্কে শান্তি চুক্তির বৈঠক হলেও তাতে মেলেনি সমাধান সূত্র। আফগানদের অভিযোগ, শান্তির পথেই হাঁটতেই চায় না পাকিস্তান! এমতাবস্থায়, আফগানিস্তানের কাছে ক্রমাগত ধাক্কা খেয়ে এবার তালিবান সরকার ফেলে দেওয়ার হুমকি দিল পাকিস্তান (Pakistan Threat To Afghanistan)! ইসলামাবাদের তরফে একেবারে সাফ জানানো হয়েছে, আফগানিস্তান যদি সমঝোতার পথে না হাঁটে এবং পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব না মানে তবে কাবুলের সরকার বদলে দিতে বিরোধীপক্ষকে পূর্ণ সমর্থন করা হবে।
আফগানিস্তানের তালিবান সরকার ফেলে দেওয়ার চেষ্টায় পাকিস্তান!
News 18 এর এক রিপোর্ট অনুযায়ী, তালিবানের সাথে মুখোমুখি সংঘর্ষে না পেরে শেষ পর্যন্ত কাবুলের সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তান। তবে সরাসরি নয় বরং এই হুমকি দেয়া হয়েছে মধ্যস্থতাকারী তথা পাক বন্ধু তুরস্কের আধিকারিকদের মাধ্যমে। না বললেই নয়, বিগত দিনগুলিতে পাকিস্তানের মাটিতে একের পর এক বিস্ফোরক হামলা চালিয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তান। পাকিস্তানের বিশ্বাস, আফগানিস্তানের মদতেই নানান সময় দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে এই জঙ্গি গোষ্ঠীতে। তা নিয়ে অবশ্য পাকিস্তানের তরফে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে কাবুলকে। তবে তালিবানের দাবি, আফগানিস্তান তাদের ভূমিতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। এসব নিয়েই সমঝোতার পথে আসতে পারছে না দুই দেশ।
এমতাবস্থায়, আফগানিস্তানের সাথে সরাসরি সংঘাতে না পেরে শেষ পর্যন্ত কাবুলের তালিবান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলার হুমকি দিল পাকিস্তান। মধ্যস্থতাকারী তুরস্কের মাধ্যমে পাকিস্তান বোঝাতে চেয়েছে, আফগানিস্তান যদি শেষ পর্যন্ত তাদের কথামতো না চলে এবং সমঝোতা না করে তবে কাবুলের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী বা বিরোধী পক্ষকে তালিবানকে ক্ষমতা থেকে উপড়ে ফেলতে পূর্ণ সহযোগিতা করবে তারা। এরই মাঝে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে পাক গোয়েন্দা সংস্থাগুলি। একই সাথে আফগানিস্তানের বেশ কয়েকজন তালিবান বিরোধী নেতার সাথেও কথা হয়েছে পশ্চিমের দেশের। সবমিলিয়ে, সামনাসামনি না পেরে পেছন থেকে বড়সড় ষড়যন্ত্রের জাল বুনছে ইসলামাবাদ।
অবশ্যই পড়ুন: KKR এর টার্গেটে এই ৩ উইকেটকিপার! তালিকায় বড় নাম
উল্লেখ্য, বিগত দিনগুলিতে পড়শি আফগানিস্তানের সাথে বড়সড় সংঘাতে নেমেছিল পাকিস্তান। কাবুলের তরফে অভিযোগ, পাক পক্ষই প্রথমে হামলা চালিয়েছে। একেবারে রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা চালানোর বিষয়গুলি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। যদিও পাল্টা দিতে পিছুপা হয়নি, আফগানিস্তান। ফলে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে দুই দেশের সংঘাত চরমে ওঠে। যদিও পাক বন্ধু তুরস্কে আফগানিস্তান এবং পাকিস্তানের সংঘাত মিটিয়ে শান্তি চুক্তির বৈঠক ডাকা হলেও সেখানে মেলেনি, সমাধান সূত্র। তালিবানের অভিযোগ, সমঝোতার পথে হাঁটতেই চায় না পাকিস্তান। এদিকে ইসলামাবাদের দাবি, টিটিপি জঙ্গিদের সবরকম ভাবে সাহায্য করছে কাবুল। সেটা বন্ধ করতে হবে।