অষ্টম বেতন পে কমিশনে বিরাট বদল, বাতিল হতে পারে এই স্কিম! চিন্তায় কর্মীরা

8th pay commission cghs

সহেলি মিত্র, কলকাতা: অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষা যে আর শেষ হওয়ার নামই নিচ্ছে না। অপরদিকে ধাপে ধাপে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছে। কনফেডারেশন অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের শর্তাবলী (TOR) সংশোধনের অনুরোধ করেছে। তাদের যুক্তি হল, প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের গুরুত্বপূর্ণ উদ্বেগ উপেক্ষা করা হয়েছে। যাইহোক, এসবের মাঝে আরও একটি বিষয় নিয়ে এখন চর্চা শুরু হয়েছে চারিদিকে। আগামী সময়ে কেন্দ্রীয় সরকার CGHS বাতিল করতে পারে বলে আশঙ্কা করছেন বহু সরকারি কর্মী।

অষ্টম বেতন পে কমিশনে বাতিল হতে পারে CGHS?

সিজিএইচএস বা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প, একটি সময়-পরীক্ষিত স্বাস্থ্যসেবা মডেল, যা ১৯৫৪ সালে চালু হয়েছিল। এটি একটি অবদানমূলক প্রকল্প যার লক্ষ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী, সাংসদ, প্রাক্তন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক এবং এমনকি স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপক স্বাস্থ্যসেবা প্রদান করা। তবে নতুন পে কমিশন লাগু হওয়ার পর এটি বাতিল হতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে অনেকের।

এক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে, CGHS-এর ২,৫০০-এরও বেশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এবং ৫,৫০০-এরও বেশি সুস্থতা কেন্দ্র রয়েছে। CGHS-এর কিছু ত্রুটি থাকা সত্ত্বেও, সিনিয়র ট্রেড ইউনিয়ন নেতা, AIDEF-এর সাধারণ সম্পাদক এবং জাতীয় স্টাফ কাউন্সিল (JCM) এর স্থায়ী কমিটির সদস্য সি কুমার এই প্রকল্পের পক্ষে যুক্তি দিয়ে বলেন যে কিছু গুরুতর সমস্যা রয়েছে যার জন্য তাৎক্ষণিকভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে CGHS কেন্দ্রগুলিতে ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীদের অভাব, অনেক আধুনিক চিকিৎসা এবং ডায়াগনস্টিক পদ্ধতির কভারেজের অভাব ইত্যাদি। তবে এটিকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়ার পক্ষে মোটেও তিনি নন। এরকম করলে সরকারি কর্মীদের অসুবিধাই হবে বলে মনে করছেন তিনি। আবার এও শোনা যাচ্ছে, এই প্রকল্প বাতিল করে সরকার নতুন এক স্বাস্থ্যসেবা প্রকল্প শুরু করতে পারে।

নতুন প্রকল্প আনবে সরকার?

সরকার অষ্টম কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী স্বাস্থ্য বীমা প্রকল্প (CGEPHIS) চালু করার কথা বিবেচনা করছে। সিজিইপিএইচআইএস আইআরডিএআই-নিবন্ধিত বীমা কোম্পানিগুলির মাধ্যমে বেসরকারি হাসপাতালে নগদহীন চিকিৎসা প্রদান করবে, যা এটি সিজিএইচএস-এর চেয়ে আরও ব্যাপক করে তুলবে। তবে, সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি। যদিও এই নতুন স্কিম চালু হলে কর্মচারী এবং পেনশনভোগীদের উন্নত স্বাস্থ্য সুরক্ষা প্রদান করবে।

Leave a Comment