বিক্রম ব্যানার্জী, কলকাতা: “চোট বড় বালাই”, তা হারে হারে টের পাচ্ছেন ভারতীয় দলের সাইলেন্ট হিরো শ্রেয়স আইয়ার। শেষবারের মতো, অস্ট্রেলিয়া সফরে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন আইয়ার (Shreyas Iyer Injury Update)। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ওই চোট আঘাত থেকেই প্লীহায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে শুরু করে খেলোয়াড়ের। যার কারণে বেশ কিছুদিন সিডনির এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রাখা হয়েছিল আইসিইউতেও। তাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতীয় দলের সঙ্গ দিতে পারেননি আইয়ার। যন্ত্রণা নিয়ে আজও মাঠের বাইরে KKR প্রাক্তনী। এবার শোনা যাচ্ছে, শ্রেয়সকে নিয়ে অপেক্ষা আরও বাড়তে পারে। তাহলে কি IPL ও হাতছাড়া হবে ভারতীয় তারকার?
2 মাসের আগে ফিট হতে পারবেন না আইয়ার!
টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেটারের চোট গুরুতর হওয়ায়, এখনই তাঁকে নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। যা খবর, আইয়ারের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল হলেও তাঁকে পুরোপুরি ফিট করে তুলতে কিছু না হলেও 2 মাস সময় লেগে যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, প্রাথমিক পর্বে ভারতীয় তারকাকে ফিট করে তুলতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। এরপর ধাপে ধাপে একাধিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে কমপক্ষে 2 মাস পর পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন তিনি। তারপরই অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে বোর্ড।
এক্ষেত্রে বলাই যেতে পারে, আইয়ারের চোটজনিত সমস্যা কাটাতে যদি 2 মাস সময় লেগে যায় তবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডেও হাতছাড়া হবে তার। শুধু তাই নয়, আসন্ন জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও দেখা মিলবে না তাঁর, সে ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়, তাহলে কি 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়বেন আইয়ার? এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট তথ্য মেলেনি। তবে আইয়ার যদি সমস্ত চোট যন্ত্রণা এবং পরীক্ষা-নিরীক্ষা পেরিয়ে মার্চের আগে মাঠে ফিরতে না পারেন তবে বড়সড় ধাক্কা খেতে পারে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। যদিও, BCCI এর একটি সূত্র বলছে সব ঠিক থাকলে দু মাস পরই ফিট হয়ে মাঠে নামবেন আইয়ার।
অবশ্যই পড়ুন: দেশের প্রথম দল হিসেবে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের…
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পাওয়ার আগে ছন্দে ছিলেন আইয়ার। আগের অস্ট্রেলিয়া সিরিজের দুই ম্যাচে 72 রান করেছিলেন এই ভারতীয় তারকা। অ্যাডেলেডে আসর জমিয়ে দ্বিতীয় ওয়ানডেতে 61 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন পাঞ্জাব দলের অধিনায়ক। তবে যদি গোটা বছরের হিসেব করা যায় তবে এবছর আইয়ার মোট 11 ওয়ানডে ম্যাচের 10 ইনিংসে অংশ নিয়ে 496 রান করেছেন। সঙ্গে রয়েছে 5টি হাফ সেঞ্চুরিও। কাজেই এহেন একজন খেলোয়াড়ের অভাব ভারতীয় দলে বড় ধাক্কা তা বলাই যায়। তবে মার্চের আগে আইয়ার যদি চোট সারিয়ে মাঠে নামতে না পারেন তবে সেই একই ধাক্কা পেতে পারে প্রীতির পাঞ্জাবও!