KKR-র বাদ দেওয়া প্লেয়ার সাউথ আফ্রিকার দলে! খেলবেন রোহিত, বিরাটদের বিরুদ্ধে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট সিরিজের মাঝেই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টির পাশাপাশি প্রোটিয়াদের ওয়ানডে দলে (India Vs South Africa ODI) জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া আরেক প্লেয়ার। হ্যাঁ, গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশ করার সাথে সাথে 10 প্লেয়ারের রিলিজ লিস্টও সামনে এনেছিল KKR। সেই তালিকাতেই ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি কক। সম্প্রতি অবসর নিয়ে ফেরার পর পাকিস্তানের বিপক্ষে শতরান করেই এবার ভারতীয় দলের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য তাঁকে দলে টেনে নিল দক্ষিণ আফ্রিকা। খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিপক্ষে।

কুইন্টন ডি কক-কে পারফরমেন্সের পুরস্কার দিল দল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। তবে বেশিদিন 22 গজের বাইরে মন টিকিয়ে রাখতে পারেননি তিনি। তাই অবসর ভেঙে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কুইন্টন ডি কক। সেই আসরেই নিজের জাত চিনিয়েছিলেন এই প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ব্যাট ঘুরিয়ে পাক বোলারদের কার্যত নাজেহাল করে দিয়েছিলেন। আর সেই সূত্রেই এবার ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়ে গেলেন তিনি।

বলাই বাহুল্য, টেস্টের মতোই দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের রিমোট কন্ট্রোল রয়েছে টেম্বা বাভুমার হাতে। এক কথায়, ভারতের বিপক্ষে তিনিই দক্ষিণ আফ্রিকার একদিনের দলকে নেতৃত্ব দেবেন। তবে অবাক করা বিষয়, রোহিত, কোহলিদের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে তারকা ক্রিকেটার ট্রিস্টান স্টাবসকে। তবে একদিনের দল থেকে বাদ পড়লেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নিজের জায়গা করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। তাছাড়াও IPL 2026 এর জন্য তাঁকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালসও।

অবশ্যই পড়ুন: গুরুতর চোট, IPL 2026 এও খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার? বড় আপডেট

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একদিনের দল

টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, রুবিন হারম্যান, কেশব মহারাজ, মার্কো জানসেন, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন এবং প্রেনেলান সুব্রায়েন।

Leave a Comment