বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনাতেই পড়ল সিলমোহর। শুভমন গিলের অনুপস্থিতিতে নতুন একদিনের অধিনায়ক পেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যেই দল (India ODI Squad) ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সেই দলেরই অধিনায়ক হলেন কে এল রাহুল। এক কথায়, উইকেটকিপার ব্যাটারের পাশাপাশি এবার ভারতীয় দলে দায়িত্ব বাড়ল রাহুলের।
এবারেও উপেক্ষিত মহম্মদ শামি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চলতি টেস্ট সিরিজের মাঝেই একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল আসন্ন ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে বিরাট, রোহিতদের দল নিয়ে আরও এক জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। শোনা গিয়েছিল, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে মহম্মদ শামির। তবে দল ঘোষণা হতেই বদলে গেল গোটা চিত্র। এবারেও ভারতীয় দলে উপেক্ষিত শামি।
ভারতীয় দলে আর কী কী বদল এসেছে?
চোট কাটিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ফিরেছিলেন ঋষভ পন্থ। বর্তমানে গিলের অনুপস্থিতিতে তিনিই ভারতের লাল বলের অধিনায়ক। এবার সেই পন্থও জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে। এখানে অবশ্য তাঁকে বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই রাখা হয়েছে। একই সাথে টেস্ট দল থেকে বাদ পড়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দলে জায়গা পেলেন নীতিশ কুমার রেড্ডি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড় এর। এছাড়া কুলদীপ যাদব, তিলক বর্মা, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণা, জাদেজা, ওয়াশিংটন সুন্দররা জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন।
🚨 NEWS 🚨#TeamIndia‘s squad for @IDFCFIRSTBank ODI series against South Africa announced.
More details ▶️https://t.co/0ETGclxAdL#INDvSA pic.twitter.com/3cXnesNiQ5
— BCCI (@BCCI) November 23, 2025
অবশ্যই পড়ুন: মৃত ভোটারদের নাম বাদ দেওয়ায় BLO-কে খুনের হুমকি! গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ঘোষিত ওয়ানডে দল
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ঋতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং এবং ধ্রুব জুরেল।