EdgeConneX এর সাথে গাঁটছড়া! ২৩১ কোটিতে ট্রেড ক্যাসেল টেক পার্ক কিনে নিল আদানি

Gautam Adani Buys trade castle tech Park with EdgeConneX

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছরের বিভিন্ন সময়ে ব্যবসায়িক স্বার্থ বুঝে নানান ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ী গৌতম আদানির (Gautam Adani) সংস্থা আদানি গ্রুপ। এবারেও তার অন্যথা হয়নি। জানা যাচ্ছে, আদানি গ্রুপের সংস্থা AdaniConneX যৌথ উদ্যোগে 231.34 কোটি টাকার বিনিময়ে মহারাষ্ট্রের ট্রেড ক্যাসল টেক পার্ক কিনে নিয়েছে। মূলত বিপুল পরিমাণ জমি অধিগ্রহণের জন্য আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা AdaniConneX এবং ডাটা সেন্টার অপারেটর EdgeConneX এর যৌথ উদ্যোগে গত 21 নভেম্বর একটি চুক্তির মাধ্যমে ট্র্রেড ক্যাসল টেক পার্কটি কেনা হয়েছে।

ঠিক কোন উদ্দেশ্যে কেনা হল TCTPPL?

ডেকান হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, আদানির সংস্থা মূলত EdgeConneX এর সাথে যৌথ উদ্যোগে মহারাষ্ট্রের যে ট্রেড ক্যাসল টেক পার্কটি কিনে নিয়েছে, তার মালিকানা ছিল শেয়ারহোল্ডার নমন ডেভেলপার্স এবং জয়েশ শাহের হাতে। এবার তারাই বিশেষ চুক্তির অধীনে 21 নভেম্বর আদানিদের হাতে এই বিরাট প্রপার্টি তুলে দিলেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, মূলত বৃহৎ অবকাঠামোগত সুবিধা স্থাপনের জন্যই এই TCTPPL কিনেছে গৌতম আদানির সংস্থা।

সংস্থাটি জানিয়েছে, আগামী 25 নভেম্বরের মধ্যে ট্রেড ক্যাসল টেক পার্ক এর গোটা সম্পত্তির অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। আপাতত যা খবর, মহারাষ্ট্রের এই বিশেষ সম্পত্তিটি কিনতে গৌতম সংস্থার খরচ হয়েছে 231.34 কোটি টাকা। বলাই বাহুল্য, TCTPPL এই মুহূর্তে ভারতে অন্তর্ভুক্ত রয়েছে। এটি 2023 সালের 16 অক্টোবর মহারাষ্ট্রের রেজিস্টার অফ কোম্পানিজে নাম লিখিয়েছিল। EdgeConneX এর সাথে যৌথ উদ্যোগে এই বিপুল সম্পত্তিতে অবকাঠামোগত কার্যক্রম শুরু করতে চাইছে আদানির সংস্থা।

অবশ্যই পড়ুন: KKR-র বাদ দেওয়া প্লেয়ার সাউথ আফ্রিকার দলে! খেলবেন রোহিত, বিরাটদের বিরুদ্ধে

আসলে আদানি গ্রুপের AdaniConneX এবং পার্টনার সংস্থা EdgeConneX এর লক্ষ্য, আগামী দশকে মহারাষ্ট্রের বুকে 1 জিডব্লিউ ক্ষমতার ডাটা সেন্টার তৈরীর মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়ার প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। না বললেই নয়, গত অক্টোবরে গুগলের সাথে ঐতিহাসিক অংশীদারিত্ব ঘোষণা করে আদানির সংস্থা AdaniConneX। যার অধীনে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এ ভারতের বৃহত্তম এআই ডেটা সেন্টার ক্যাম্পাস এবং নিউগ্রিব এনার্জি ইনফ্রা গড়ে উঠেছে। যেখানে বিপুল অর্থ বিনিয়োগ করতে চলেছে আমেরিকান সংস্থা গুগল।

Leave a Comment