বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় বলে, “জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে।” সেই প্রচলিত প্রবাদকে সঙ্গে নিয়েই আজ অর্থাৎ রবিবার বিবাহবন্ধনে বাঁধা পড়তে চলেছিলেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং জনপ্রিয় সংগীত পরিচালক পলাশ মুচ্ছল। কিন্তু এই শুভ পরিণতির আগেই সাঙ্গ হল সব। একরাশ আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। জানা যাচ্ছে, বিয়ের আগেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন স্মৃতি মান্ধানার বাবা। মূলত সে কারণে স্থগিত হয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেটারের বিবাহ অনুষ্ঠান (Smriti Mandhana Wedding Postponed)। সর্বসমক্ষে সেই খবর তুলে ধরেছেন স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র।
এখন কেমন আছেন স্মৃতি মান্ধানার বাবা?
NDTV র রিপোর্ট অনুযায়ী, রবিবার সাঙ্গোলির সামডোলে মন্ধানা ফার্ম হাউসে চলছিল স্মৃতির বিয়ের প্রস্তুতি। সব নিয়ম মেনেই এগোচ্ছিল কাজকর্ম। এরই মাঝে আচমকা হৃদরোগে আক্রান্ত হন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা। তড়িঘড়ি সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বাবার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মেয়ে স্মৃতিও। পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে স্মৃতির বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আপাতত কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।
এদিকে, বাবার শারীরিক অসুস্থতার কারণে স্থগিত হয়ে গিয়েছে স্মৃতির বিবাহ অনুষ্ঠান। ইতিমধ্যেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটারের ম্যানেজার তুহিন মিশ্র। সমাজমাধ্যমে তুহিন জানান, “সকালে খেতে গিয়েই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন স্মৃতি মান্ধানের বাবা। প্রথমদিকে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু পরে শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এরপর কিছু বুঝে উঠতে না পেরে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
অবশ্যই পড়ুন: EdgeConneX এর সাথে গাঁটছড়া! ২৩১ কোটিতে ট্রেড ক্যাসেল টেক পার্ক কিনে নিল আদানি
উল্লেখ্য, বাবার অসুস্থতার কারণে আপাতত বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেয়ে স্মৃতি মান্ধানা। তিনি নাকি জানিয়েছেন, বাবা সুস্থ হওয়া না পর্যন্ত বিয়ে করবেন না। মেয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবারও। সূত্রের খবর, পলাশেরও এ বিষয়ে দ্বিমত নেই। তবে ঠিক কবে ফের স্মৃতির বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে তা জানা যায়নি।