লক্ষ্মীর ভাণ্ডার নয়, এই স্কিমে ১০ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! কারা পাবেন?

Published on:

nabanna-mamata

ইন্ডিয়া হুড ডেস্ক: চলতি বছরে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল সরকারকে একের পর এক বিরোধী দলের কটাক্ষের শিকার হতে হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল ভাতা প্রকল্প। রাজ্যে যখন দুর্নীতিযুক্ত মামলা একের পর এক বেড়েই চলেছে, সেখানে ভাতা প্রকল্প যেন আরও নজরে পড়ছে বেশি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। যার মধ্যে কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, রূপশ্রী ইত্যাদি অন্যতম। তবে এবার মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য নিয়ে এসেছে এক দারুণ প্রকল্প। যার নাম ‘কৃষকবন্ধুর প্রকল্প’। যার মাধ্যমে চলতি মাছের আগামী ২৭ ও ২৮ তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা অংকের টাকা।

WhatsApp Community Join Now

কৃষকদের জন্য সরকারের নয়া উদ্যোগ

জানা গিয়েছে প্রায় ৩০ লক্ষেরও বেশি কৃষকদের অর্থ ও বীমা দিয়ে সহায়তা করে রাজ্য সরকার। তার জন্য বছরে ৪০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেবে সরকার। আপনিও যদি কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম দিয়ে যদি ২০২৪ এর তালিকায় সাইন আপ করেন, তাহলে টাকা পাবেন। কাছাকাছি কোনো স্থানীয় অফিসে কিংবা অনলাইনে খুব সহজেই এই প্রকল্পের ফর্মটি পাওয়া যায়।

এই প্রকল্পের সুবিধাগুলো কী কী?

  • এই প্রকল্পে ২ লক্ষ টাকার জীবন বীমা পাওয়া যাবে।
  • যদি কোনো কৃষক ১৮-৬০ বছরের মধ্যে ঘটনাচক্রে মারা যান, তাহলে তাঁর পরিবার সেই টাকা পাবে।
  • এক একর বা তার বেশি জমির মালিক চাষীরা দুই কিস্তিতে বছরে ১০ হাজার টাকার সাহায্য পাবেন।
  • এক একরের কম জমির মালিক যে সমস্ত কৃষক তারা বছরে দুই কিস্তিতে ৪ হাজার টাকা পাবেন।

মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

  • প্রথমেই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
  • তারপর হোমপেজে Registered Farmer Information এ ক্লিক করতে হবে।
  • সেখান থেকে নির্দিষ্ট Mobile Number নির্বাচন করে নিতে হবে।
  • পরবর্তী ধাপে নিজের মোবাইল নম্বর দিতে হবে।
  • নম্বর দেওয়ার পর Search অপশনে ক্লিক করলেই গ্রাহকরা নিজের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।

কৃষক বন্ধুর টাকা পাবেন কিনা তা জানার পদ্ধতিগুলি

  • প্রথমে কৃষকবন্ধু ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে Beneficiary List এ ক্লিক করতে হবে।
  • এবার একটি নতুন পেজ খুলতেই সেখানে খুঁজে নিতে হবে আবেদনকারীর জেলা, ব্লক এবং গ্রাম। এরপর ক্লিক করে নিতে হবে Submit অপশনে।
  • এবার সেখানেই দেখা যাবে এলাকার সুবিধাভোগীদের তালিকা।
  • সেখান থেকেই খুঁজে নিতে হবে নিজের নাম।
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন