আনোয়ার ইস্যুতে স্বস্তি পেতে পারে মোহনবাগান, পদক্ষেপ নিচ্ছে ফিফা

Mohun Bagan Anwar Ali Issue FIFA will take a big step

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আনোয়ার আলি ইস্যুতে বেশ ভুগেছে মোহনবাগান (Mohun Bagan Anwar Ali Issue)। সমস্যা সমাধানের আশায় বারবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দরজায় কড়া নেড়েও কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত ফিফার হস্তক্ষেপ দাবি করেছিল সবুজ মেরুন। এবার সেই মতোই ইস্টবেঙ্গল ফুটবলারকে নিয়ে তৈরি হওয়া সমস্যা মেটাতে পদক্ষেপ নিল ফিফা। শুভাশিস বসুদের ক্লাবের পক্ষ থেকে পাওয়া চিঠির পরিপ্রেক্ষিতে ফিফা জানিয়ে দিয়েছে, সমাধান সূত্র খুঁজতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে কথা বলবে তারা।

মোহনবাগানকে আশ্বস্ত করল ফিফা

কিছুদিন আগেই, ফেডারেশনের প্রতি একরাশ হতাশা জাহির করে বিশ্ব ফুটবলে নিয়ামক সংস্থা ফিফার কাছে একটি চিঠি পাঠিয়েছিল মোহনবাগান। সেই চিঠিতে সবুজ মেরুনের তরফে, ফেডারেশনকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে আনোয়ার আলি ইস্যুতে সমাধান সূত্র খুঁজতে ফিফার হস্তক্ষেপ চেয়েছিল গঙ্গা পাড়ের দল। এবার সেই চিঠির জবাবেই মোহনবাগানকে স্পষ্ট উত্তর দিল ফিফা।

ফিফার তরফে একেবারে খোলাখুলি জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এই সমস্যার নিষ্পত্তি করতে সব রকম পদক্ষেপ নেবে তারা। প্রয়োজন বুঝে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথেও কথা বলা হবে। সব মিলিয়ে, আনোয়ার সমস্যার সমাধান পাওয়া যাবে এই আশাতেই আরও একবার দিন গোনা শুরু হল লাল হলুদ প্রতিবেশীর।

অবশ্যই পড়ুন: মহিলার ছবি AI দিয়ে বিকৃত করে পোস্ট! কোন্নগরের ব্যবসায়ীকে অর্ধনগ্ন করে পেটাল মহিলারা

উল্লেখ্য, আজ থেকে বছর দুয়েক আগে আনোয়ারের ইস্টবেঙ্গলে যোগদান নিয়ে মোহনবাগানের অভিযোগ ছিল, তাদের সাথে অনৈতিকভাবে চুক্তি ভেঙে লাল হলুদে খেলতে গিয়েছেন আনোয়ার। এ নিয়ে বিচার পেতে প্রথমেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয় বাগান। এদিকে ফেডারেশন বলছে, অ্যাপিল কমিটির চেয়ারম্যান ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তাই তার জায়গায় নতুন কোনও মুখকে না বসানো পর্যন্ত কোনও পদক্ষেপই নেওয়া যাচ্ছে না। যা নিয়ে শেষ পর্যন্ত সমাধান না পেয়ে ফিফার শরণাপন্ন হয় মোহনবাগান। এবার তারই উত্তর পেল কলকাতার এই ঐতিহ্যবাহী দল।

Leave a Comment