‘৬% সুদ সহ বেতন দিতে হবে!’ DA মামলার মধ্যেই রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on:

money-supreme-court-employee

ইন্ডিয়া হুড ডেস্কঃ সরকারি কর্মীদের বেতন নিয়ে এবার বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত রাজ্য সরকারকে সাফ সাফ জানিয়ে দিল যে, বেতন দিতে দেরি হলে পরে তা সুদ সহ সকলকে ফেরত দিতে হবে। তাও কিনা আবার ৬ শতাংশ হারে কর্মরত এবং পেনশনভোগীদের বেতন প্রদান করতে হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

বড় রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে যে বেতন এবং পেনশন সরকারী কর্মচারীদের ন্যায্য অধিকার এবং তা দিতে দেরি হলে সরকারের উচিৎ সকলকে সুদ সহ বেতন প্রদান করা। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, যে সরকার বেতন ও পেনশন দিতে দেরি করেছে, তাদের উপযুক্ত হারে সুদ দেওয়ার নির্দেশ দেওয়া উচিত।

WhatsApp Community Join Now

২০২০ সালের মামলার শুনানি সুপ্রিম কোর্টের

আসলে সমগ্র বিষয়টি হয়েছে অন্ধ্রপ্রদেশের একটি মামলা নিয়ে। কোভিড সময়ের বকেয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট প্রাক্তন জেলা ও দায়রা জজ। এদিকে তাঁর দায়ের করা জনস্বার্থ মামলাটি মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ২০২০ সালের মার্চ-এপ্রিল মাসের বিলম্বিত বেতন প্রদানের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সর্বপরি টানা এতদিনের বেতন বার্ষিক ৬ শতাংশ হারে সুদ এবং ২০২০ সালের মার্চ মাসের বিলম্বিত পেনশন একই হারে সুদ প্রদান করতে বলা হয়েছে সরকারকে। আগেই সুদের হার ১২ শতাংশ করার নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট যদিও পরে রাজ্য সরকারের কাকুতি মিনতির জেরে সেই মাত্রা ৬% কমানো হয়।

আরও পড়ুনঃ হু হু করে কমছে দাম, বাংলায় ব্যাপক সস্তা হল ভোজ্যতেল! সর্ষের তেলের এক লিটারের দাম কত?

শীর্ষ আদালতে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার জানিয়েছে যে কোভিড-১৯ মহামারীর জেরে রাজ্য আর্থিক ভাবে  অনিশ্চয়তা ভুগতে শুরু করে। সে কারণে বেতন বন্ধ রাখা হয়েছিল।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন