ইন্ডিয়া হুড ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর হাত ধরে বাংলায় ইতিমধ্যে বর্ষার পথচলা শুরু হয়েছে। যদিও এই বর্ষা সময়ের আগে উত্তরবঙ্গে ঢুকেছে। কিন্তু দক্ষিণবঙ্গ বা কলকাতায় মৌসুমী বায়ুর প্রবেশের যেন নামগন্ধ নেই। উত্তরবঙ্গে মনোরম অবহাওয়া বিরাজ করলেও দক্ষিণবঙ্গের পচা গরমে মানুষের হল বেহাল দশা। তবে দক্ষিণবঙ্গে বা কলকাতায় বর্ষা কবে ঢুকবে দেয় নিয়ে দীর্ঘ প্রতীক্ষিত আপডেট এসে গেল। আগামী দিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জেনে নিন।
ভ্যাপসা গরমে পুড়ছে বাংলা
উত্তরবঙ্গের একের পর এক জায়গায় ঝেঁপে বৃষ্টি হল কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো হয়ে রয়েছে। মাঝেমধ্যে বৃষ্টি হলেও গরম যেন আরও বাড়িয়ে দিচ্ছে। জায়গায় জায়গায় অস্বস্তি সূচক স্বাভাবিকের থেকেও বেশি ছাড়িয়ে গিয়েছে। সকলের মুখে একটাই প্রশ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে বর্ষার আগমন ঘটবে? এবার এই নিয়ে বড়সড় তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে কবে বর্ষা?
উত্তরবঙ্গে সময়ের আগে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে সময়ের অনেক পরেই বর্ষা ঢুকবে বলে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। এমনিতে ১২ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবার কথা। কিন্তু এবারে তা হবে না, বরং উল্টে অনেক দেরিতেই ঢুকবে মৌসুমী বায়ু। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর্দ্রতাজনিত অস্বস্তির জন্য এমনিতেই সকলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরমে হাঁসফাঁস করছেন ছোট থেকে বয়স্ক সকলেই।
আরও পড়ুনঃ মাসে মাসে অ্যাকাউন্টে টাকা! মহিলাদের পর এবার পুরুষদের জন্য লক্ষ্মীর ঝাঁপি খুলল পশ্চিমবঙ্গ সরকার
জানলে অবাক হবেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি। যদিও কবে বর্ষা ঢুকতে পারে তার একটা আভাস দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিস থেকে শুরু করে আইএমডি জানাচ্ছে, আগামী ২ থেকে ৩ দিনে আরও এক দফায় এগোবে মৌসুমি বায়ু। এর ফলে ওড়িশার কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে। এরইসঙ্গে দক্ষিণবঙ্গের আরও কাছাকাছি চলে আসবে মৌসুমি বায়ু। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটতে পারে।