ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’! প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? জানাল আবহাওয়া দফতর

Cyclone Senyar

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের দুর্যোগের ঘনঘটা। এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ (Cyclone Senyar)। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি হয়েছে এই নিম্নচাপ। আর এটি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘন্টাঊ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। তবে বাংলায় কি এর প্রভাব পড়বে?

বলাবাহুল্য, এই নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরসাহি এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘সেনিয়ার’। এটি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে বলে রিপোর্ট অনুযায়ী খবর। নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতেই বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে?

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী যেমনটা খবর, এই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গ কেন, গোটা পশ্চিমবঙ্গের উপরে তেমন কিছুই পড়বে না। কিন্তু হাওয়ার গতিবেগ সামান্য পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ। এমনকি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে পরবর্তী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমছে। আর আগামী পাঁচদিন কলকাতায় তাপমাত্রা থাকতে পারে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং জেলায় জেলায় তা ১৪ থেকে ১৫-র ঘরে থাকবে।

দিনের বেলায় শীতের আমেজ কমলেও ভোর বা রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে বলে মৌসুম ভবন সূত্রে খবর। এদিকে আগামী তিন থেকে চারদিনের মধ্যে সমস্ত জেলায় সকালবেলায় কুয়াশা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে ০.৩ ডিগ্রি কম। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকেও ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯১ শতাংশ।

আরও পড়ুনঃ দেশের ৫৩ তম CJI হিসাবে নিযুক্ত হলেন বিচারপতি সূর্য কান্ত! শপথ বাক্য পড়ালেন রাষ্ট্রপতি মুর্মু

অন্যান্য রাজ্যে আবহাওয়ার খবর

বলে দিই, ঘূর্ণিঝড় সেনিয়ার এর প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কেরল, মাহে, তামিলনাড়ু, করাইকালে, পুদুচেরি, সহ বেশ কিছু রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে। এমনকি দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে তা ৬৫ কিমি প্রতি ঘন্টা পৌঁছতে পারে।

Leave a Comment