স্বাস্থ্যসাথী অতীত, এবার স্মার্ট কার্ড দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! মিলবে ভুরিভুরি সুবিধা

Published on:

Pronam Smart Card

ইন্ডিয়া হুড ডেস্ক: বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কাজের সূত্রে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয় ছেলে মেয়েদের। এবং একা হয়ে যায় বৃদ্ধ বাবা মা। যার দরুণ সেই বৃদ্ধ মা বাবার নিরাপত্তা এবং শরীর স্বাস্থ্য নিয়ে এক জটিল চিন্তা মাথায় ঘোরে। শুধু তাই নয়, যেসব মানুষরা সারা জীবন অবিবাহিত থেকে যান বৃদ্ধ অবস্থায় তাদের দায়িত্বই বা কার ঘাড়ে গিয়ে পড়বে এই নিয়েও অনেকে চিন্তায় থাকেন।

তবে আর দুশ্চিন্তা নয়। কারণ এই সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশ। ৬০ বছরের ঊর্ধ্বে থাকা একা থাকা নাগরিকদের জন্য চালু করা হল Pranam স্মার্ট কার্ড

WhatsApp Community Join Now

কী কী সুবিধা মিলবে?

বাড়িতে প্রবীণ নাগরিকদের সুরক্ষা প্রদান করবে এই কার্ড। অর্থাৎ কলকাতা পুলিশের 63টি থানায় একজন এএসআই এবং 1 বা 2 জন হোম গার্ড বা সিভিক ভলান্টিয়ারের সমন্বয়ে একটি লিয়াজোন টিম রয়েছে। এই টিম প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে এবং আপদকালীন চিকিৎসা সুবিধা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ ও যেকোনও বিপদের সমাধান এর সুবিধা পাবে।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারী কে ভারতের একজন প্রবীণ নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর বয়স ৬০ বছর অথবা তার ঊর্ধ্বে হতে হবে।
  • আবেদনকারী প্রবীণ ব্যক্তিকে বা স্বামী-স্ত্রী উভয়কেই একা বসবাসকারী ব্যক্তি হতে হবে।
  • কলকাতা পুলিশের এক্তিয়ার এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ কলকাতা পুলিশের অধীনে অবস্থিত মোট ৪৮ টি থানার অন্তর্গত যেকোনো একটি অঞ্চলের বাসিন্দা হতে হবে।

আবেদনের পদ্ধতি

  • Pronam স্মার্ট কার্ডে আবেদনের জন্য কলকাতা পুলিশের অধীনে থাকা যেকোনও একটি থানায় গিয়ে PRONAM মেম্বারশিপ ফর্ম তুলে নিতে হবে।
  • সেই ফর্মটিকে সঠিক তথ্যের সঙ্গে পূরণ করে নিতে হবে।
  • এরপর সেই আবেদন পত্র নিকটস্থ থানায় দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ জমা দিতে হবে।
  • তথ্য যাচাইয়ের যোগ্যতা বুঝে আবেদনকারীকে Pronam এর পক্ষ থেকে সদস্যের কার্ড প্রদান করা হবে।

যোগাযোগের ঠিকানা

বালিগঞ্জ থানা
38/1, বেলতলা রোড,
কলকাতা – 700019

Pronam হেল্প লাইন নম্বর

033-2419-0740, 9674288833 এবং 9674288844

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন