আবাস যোজনায় আরও বেশি টাকা! তৃতীয়বার ক্ষমতায় এসে বড় উদ্যোগ নিচ্ছে মোদী সরকার

Published on:

pm-awas-yojana

ইন্ডিয়া হুড ডেস্ক: গতকাল অর্থাৎ রবিবার, প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার সিংহাসনে বসলেন নরেন্দ্র মোদি। ২০১৪, ২০১৯ এর পর আবার সেই একই মেজাজে দেখা গেল মোদিকে। আজ তাঁর তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্বের প্রথম দিন। যদিও ১০ বছরের প্রেক্ষিতে এই দিন তাঁর কাছে বাকি দিনগুলির মত হলেও, প্রথম দিনের অভিজ্ঞতা সবসময় নতুন হয়। আজ সকালেই সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে যান মোদী। আর সেখানে গোটা মন্ত্রী সভার উপস্থিতিতে মোদী ৩.০-র কর্মযজ্ঞ শুরু হয়।

প্রথম ফাইলে স্বাক্ষর

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কাজ হিসেবে আজ নরেন্দ্র মোদি অফিসে বসেই প্রথমে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প ‘পিএম কিসান নিধি’-র ফাইলে সই করেন। এবং এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানান, ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই দায়িত্ব গ্রহণের পর সবার প্রথম কৃষকদের কল্যাণের উদ্দেশে এই ফাইলে সই করা উচিত বলে মনে হয়েছে। আমরা কৃষিক্ষেত্র ও কৃষকদের জন্য আগামীদিনে আরও কাজ করতে চাই।’ জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরেই এবার পিএম কিসান নিধির ১৭ তম কিস্তি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। যার দরুণ ব্যয় হবে ২০ হাজার কোটি টাকা, উপকৃত হতে পারে প্রায় ৯.৩ কোটি কৃষক।

WhatsApp Community Join Now

মন্ত্রিসভার প্রথম বৈঠক

সূত্রের খবর, সোমবার বিকেলেই মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে। বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবাস যোজনা-গ্রামীণ এর অধীনে প্রায় 2 কোটি অতিরিক্ত বরাদ্দ অনুমোদন করার আলোচনা করতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই যোজনার সুবিধাভোগীদের সহায়তা প্রদানের পরিমাণ প্রায় 50 শতাংশ বৃদ্ধি করতে পারে বলে মনে করছে অনেকেই।

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী অতীত, এবার স্মার্ট কার্ড দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! মিলবে ভুরিভুরি সুবিধা

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে NDA সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরে আসার পর রবিবারই নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি গতকাল অর্থাৎ রবিবার শপথ গ্রহণ করেছেন মোদি মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রী। আজকের বৈঠকের পর সঠিকভাবে জানা যাবে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন