ইন্ডিয়া হুড ডেস্কঃ বিদ্যুৎ সংযোগ পাওয়া এখন আরো মহার্ঘ্য হয়ে উঠল। নতুন লাইন স্থাপন থেকে শুরু করে ট্রান্সফরমার প্রতিস্থাপনের মতো পরিষেবা আরো অনেকটাই দামী হতে চলেছে। রাজ্যের পাওয়ার কর্পোরেশন এই বিষয়ে রেগুলেটরি কমিশনে একটি প্রস্তাব দিয়েছে। নতুন প্রস্তাবনা যদি অনুমোদিত হয়ে যায় তাহলে গ্রামীণ এলাকাতে বিদ্যুৎ সংযোগ নেওয়ার হার বাড়বে ৪৪%। এছাড়া শিল্পাঞ্চলে কারখানার প্রয়োজনে নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার খরচ ৫০ থেকে ১০০% পর্যন্ত বাড়তে পারে!
ট্রান্সফরমার, মিটার ও খুঁটির মতো বিদ্যুতে প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে শীঘ্রই। পাওয়ার করপোরেশনের দেওয়া প্রস্তাবে ভোগ্যপণ্যর দাম বৃদ্ধির সাথে সাথে শিল্প এবং বড় গ্রাহকদের নিরাপত্তার পরিমাণও শতভাগের বেশি বাড়ানোর প্রস্তাব রয়েছে। এতদিন অবধি ২ কিলোওয়াট পর্যন্ত শ্রম এবং ওভারহেড চার্জ ছিল ১৫০ টাকা। এবার থেকে তা বাড়িয়ে করা হচ্ছে ৫৬৪ টাকা।
২০১৯ সাল থেকে দামের সেভাবে পরিবর্তন আসেনি। তাই এবার সেখানে বড় পরিবর্তন আনা হতে পারে। নিচে তালিকার মাধ্যমে দেওয়া হলো কত পরিবর্তন আসতে পারে। কোন পণ্য বর্তমান দাম। দাম বাড়ার পর যা হতে পারে।
25 kVa ট্রান্সফরমার
56780 টাকা
69006 টাকা
22%
সিঙ্গল ফেজ মিটার
872 টাকা
912 টাকা
৫%
3 ফেজ মিটার
2921 টাকা
2285 টাকা
• 19%
পিসিসি পোল
2721 টাকা
3243 টাকা
19%
নতুন সংযোগে প্রসেসিং ফি বাড়ানোর প্রস্তাব :-
প্রসেসিং ফি বর্তমান দাম ও পরিবর্তিত দাম।
শুধুমাত্র 1kW লাইফলাইন
10 টাকা
10 টাকা
1 কিলোওয়াট লাইফলাইনের থেকে বেশি
50 টাকা
100 টাকা
1 KW থেকে বেশি কিন্তু 25 KW থেকে কম
100 টাকা
100 টাকা
25 কিলোওয়াট থেকে 50 কিলোওয়াট
1000 টাকা
5000 টাকা
56 কেভিএ থেকে 500 কেভিএ
5000 টাকা
10000 টাকা
500 KVA থেকে 3000 KVA
10000 টাকা
15000 টাকা
3000 KVA থেকে 10000 KVA
15000 টাকা
25000 টাকা
10000 KVA এর উপরে
25000 টাকা
50000 টাকা
আরও পড়ুনঃ নেপথ্যে বড় কারণ, গরমের ছুটি শেষের পরেও খুলছে না স্কুল! এবার মামলা হাইকোর্টে
*উল্লেখ্য যে, এই পরিবর্তন হচ্ছে উত্তরপ্রদেশে। সেখানে নতুন করে বিদ্যুত সংযোগ নিলে দাম বাড়তে পারে। পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে না।