প্রীতি পোদ্দার, কলকাতা: নিত্যযাত্রীদের জন্য রইল এবার বড় সুখবর! আরও সহজ হতে চলেছে মেট্রো যাত্রা। কারণ এবার যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা ও পরিষেবার সময়সীমা। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পরিবর্তন আনা হচ্ছে। সকালে অফিসযাত্রীদের চাপ সামলাতে এবং রাতের শেষ মেট্রোর সময় একটু বাড়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
বাড়ানো হতে চলেছে মেট্রোর সংখ্যা
সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোতে প্রায় প্রতিদিনই মেট্রোতে যাতায়াতের ক্ষেত্রে বেশ সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। কখনও দেখা যায় বেশ ভিড়ের চাপে কেউ ঠিকঠাকভাবে মেট্রো ধরতে পারে না। তাই সেই কারণে নেওয়া হতে চলেছে বড় এক সিদ্ধান্ত। আজ থেকে সপ্তাহের অন্যতম কর্মব্যস্ত দিনগুলিতে অর্থাৎ সোম থেকে শুক্র বাড়ানো হতে চলেছে মেট্রোর সংখ্যা। পাশাপাশি প্রথম মেট্রো শুরু হবে আরও আগে এবং শেষ মেট্রোর পরিষেবাও পাওয়া যাবে অপেক্ষাকৃত বেশি রাত পর্যন্ত। অর্থাৎ একদিকে যেমন বাড়বে মেট্রোর সংখ্যা ঠিক তেমনই পল্লা দিয়ে বাড়বে মেট্রোর সময়সীমা।
এগিয়ে আনা হবে মেট্রোর সময়
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ অর্থাৎ ২৪ নভেম্বর থেকে অরেঞ্জ লাইনে আপ এবং ডাউন মিলিয়ে ৬২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার পর্যন্ত। ৩১টি আপ এবং ৩১টি ডাউন। আগে এই মেট্রোর সংখ্যাটি ছিল ৬০। তবে শনি এবং রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না। একই সঙ্গে প্রথম এবং শেষ মেট্রোর সময়েও আনা হয়েছে বড় বদল। প্রথম মেট্রো অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটা চালু হবে সকাল ৭ টা ৪০ মিনিট যেটি কিনা আগে ছিল সকাল ৮ টায়। এবং বেলেঘাটা থেকে কবি সুভাষ মেট্রো চালু হবে সকাল ৮ টা ১০ মিনিটে যেটি আগে ছিল সকাল ৭ টা ৫৫ মিনিটে। এছাড়াও শেষ মেট্রো কবি সুভাষ থেকে বেলেঘাটা রাত ৮ টা ২০ মিনিটে যাবে এবং বেলেঘাটা থেকে কবি সুভাষ যাবে রাত ৮ টা ৪৫ মিনিটে।
আরও পড়ুন: বাংলার ৪৪ কেন্দ্রের ভোটার মায়ারানির! কোড স্ক্যান করতেই মাথায় হাত BLO-র
উল্লেখ্য, মেট্রোর সময়সীমা এবং সংখ্যা বাড়ানোর পাশাপাশি কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে আজ থেকেই অরেঞ্জ লাইনে চালু হতে চলেছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা CBTC। জানা গিয়েছে, এই নতুন CBTC প্রযুক্তি চালুর ফলে ট্রেনের মধ্যবর্তী ব্যবধান একদিকে যেমন কমবে, ঠিক তেমনই সময়নিষ্ঠতা বাড়বে এবং যাত্রা আরও নির্ভরযোগ্য হয়ে উঠবে। অর্থাৎ কাজের দিনে ব্যস্ত সময়ে যাতায়াতের চাপ সামাল দিতে এই বাড়তি পরিষেবা বেশ সহায়ক হয়ে উঠবে।