বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিহারের 14 বছরের উদীয়মান তারকাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হবে কলকাতাবাসীর। শীঘ্রই শহরে আসছেন ভারতীয় দলের অতিপরিচিত মুখ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi Kolkata Tour)। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে জনপ্রিয়তার শিখরে থাকা কিশোর বৈভব বেশ কিছুদিন থাকবেন কলকাতায়। আসলে শীতের শহরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট বি গ্রুপের কয়েকটি ম্যাচ আয়োজন করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। যার কিছু ম্যাচ গড়াবে ইডেন গার্ডেন্সে এবং বাকি ম্যাচ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। এই প্রতিযোগিতার বি গ্রুপে রয়েছে বিহার। তাই দলের সাথে বৈভবের কলকাতায় আসা একপ্রকার পাকা।
বৈভবের আগ্রাসি ব্যাটিং দেখবে কলকাতা!
14 বছরের বৈভব সূর্যবংশী সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহার দলের সহ অধিনায়ক। আগেই জানানো হয়েছে, টুর্নামেন্টের গ্রুপ বি তে রয়েছে বাংলার এই পড়শি রাজ্য। কাজেই খুব শীঘ্রই CAB আয়োজিত ম্যাচগুলি খেলতে ইডেনে পা রাখবে বিহার দল। আর সেই দলের সাথেই ইডেনের 22 গজ মাতাবেন রাজস্থান রয়্যালসের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী।
মূলত নিজের আগ্রাসী ব্যাটিং দিয়েই গোটা বিশ্বের কাছে থেকে জনপ্রিয়তা কেড়ে নিয়েছেন বিহারের ভূমিপুত্র। খুদে ক্রিকেটারের ব্যাটিং দেখার জন্য কার্যত হা হয়ে থাকেন ভক্তরা। এবার সেই সুযোগ মিলবে ইডেনেই। সব ঠিক থাকলে, আগামী 26 নভেম্বর অর্থাৎ বুধবার বিহার বনাম চন্ডিগড়ের ম্যাচে দেখা মিলতে পারে বৈভব সূর্যবংশীর। বলে রাখি, এই ম্যাচ গড়াবে বিকেল সাড়ে 4টে থেকে। কলকাতায় আরও 6টি ম্যাচ খেলবেন বৈভব।
না বললেই নয়, ইডেনে বিহার দলের পরবর্তী ম্যাচ রয়েছে 28 নভেম্বর। এদিন মধ্যপ্রদেশের বিরুদ্ধে সকাল 11টা থেকে লড়াই শুরু করবেন সূর্যবংশীরা। এরপর 30 নভেম্বর জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে, 2 ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে, 4 ডিসেম্বর গোয়ার বিরুদ্ধে, 6 ডিসেম্বর হায়দরাবাদ এবং 8 ডিসেম্বর উত্তর প্রদেশের বিরুদ্ধে কলকাতায় ম্যাচ খেলবে বিহার দল। এর মধ্যে শেষের 3টি ম্যাচ সল্টলেকে গড়াবে।
অবশ্যই পড়ুন: ৮৯ তেই বিদায়, রয়েছে দুটি হোটেল কাম রেস্তোরাঁ! কত সম্পদ রেখে গেছেন ধর্মেন্দ্র?
কলকাতায় খেলতে আসছেন একাধিক KKR তারকাও
না বললেই নয়, জনপ্রিয় মুখ বৈভব সূর্যবংশী ছাড়াও সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট উপলক্ষ্যে কলকাতায় খেলতে আসছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং, উমরান মালিক। এছাড়াও সদ্য KKR থেকে বাদ পড়া ভেঙ্কটেশ আইয়ার, শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর, সদ্য ফের ভারতীয় দলের জায়গা হওয়া ঋতুরাজ গায়কোয়াড়, পৃথ্বী শ-রাও শহরে আসছেন ক্রিকেটের আনন্দ নিতে।