দুর্যোগের মাঝেই দক্ষিণবঙ্গে শীতের কামব্যাক, কেমন থাকবে আজকের আবহাওয়া?

weather today south bengal winter

সহেলি মিত্র, কলকাতাঃ একটু জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। লাইনে রয়েছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, ঘূর্ণিঝড়। তাপমাত্রাও এক বেশ খানিকটা উর্ধ্বমুখী। কবে বাংলায় ভালো শীত পড়বে, সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আবার কিছু জেলায় যে একেবারেই শীতের আমেজ নেই সেটাও বলা চলে না। পশ্চিমের কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কমই আছে বৈকি। আগামী দিনে তাপমাত্রা কমবে বলেও আশাবাদী আবহাওয়াবিদরা। তবে নতুন সপ্তাহে যে দুর্যোগ শুরু হবে সেই নিয়ে অশনি সঙ্কেত দেখা দিয়েছে সর্বত্র। বাংলায় কি ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর প্রভাব পড়বে? আজ মঙ্গলবারই বা সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিস নতুন করে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে। আগামী দুই দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমে যাবে বলে খবর। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঠান্ডা থাকবে। যদিও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া এবং বীরভূম জেলার ক্ষেত্রে। এদিন এই দুই জেলার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে।

এদিকে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছ, মালাক্কা প্রণালীর উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয় বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালাক্কা প্রণালী হল উত্তর-পূর্বে মালয় উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে একটি সরু অংশ, যা আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে। এটি বাংলার উপকূল থেকে ১,৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছানোর পর ঘূর্ণিঝড়টি কীভাবে প্রবাহিত হবে তার গতিপথ বাংলার উপর এর সম্ভাব্য প্রভাব নির্ধারণ করবে। আজ মঙ্গলবারের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য পথ সম্পর্কে কোনো সুস্পষ্ট পূর্বাভাস মিলতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ইতিমধ্যে দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। সমতল জেলাগুলির তাপমাত্রা নেমে গিয়েছে ১৩ ডিগ্রিতে। আগামী দিনে এই পারদ আরও বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। আজও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভালো ঠান্ডা বিরাজ করবে।

Leave a Comment