সুপার এইটের শিডিউল ঘোষণা করল ICC! কবে, কখন খেলা ভারতের? রইল সময়সূচী

Published on:

t20-world-cup

ঋত্বিক পাত্রঃ T20 বিশ্বকাপ চলেছে। সেখানে গ্রুপ পর্ব প্রায় শেষের মুখে। এবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল মোট ২০টি দল। সেখান থেকে লড়াই করে অবশেষে ৮টি দলই টিকবে পরিবর্তী রাউন্ডের জন্য। ভারত তো বটেই সেইসাথে পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের জায়গা নিশ্চিৎ করেছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। প্রতিযোগিতা চলছে বাকি তিন স্থান নিয়ে। এরইমধ্যে সুপার আট রাউন্ডের সূচি ঘোষণা করে দিয়েছে ICC।

সুপার-৮ রাউন্ডের জন্য ঘোষিত সময়সূচি :-

T20 বিশ্বকাপের সুপার-৮ রাউন্ডের জন্য ৮টি দলকে ৪টি করে নিয়ে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান সুপার-8 রাউন্ডের গ্রুপ ১ তে অন্তর্ভুক্ত হবে, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা গ্রুপ ২ তে রয়েছে। গ্রুপ ১-এ এখনও একটি জায়গা খালি রয়েছে, সেখানে বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস প্রবেশ করতে পারে। গ্রুপ ২ তে ২টি স্থান খালি রয়েছে। সেখানে পাকিস্তান, আমেরিকা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

WhatsApp Community Join Now

আগামী ১৯ জুন থেকে অ্যান্টিগায় শুরু হচ্ছে সুপার-৮ রাউন্ড। এর পরের দিন বার্বাডোসে খেলা হবে ভারত-আফগানিস্তানের মধ্যে। সুপার-৮ রাউন্ডে মোট ১২ টি ম্যাচ খেলা হবে যা অ্যান্টিগা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া এবং সেন্ট ভিনসেন্টে আয়োজিত হবে।

সুপার-৮ রাউন্ডের ম্যাচ

১৯ জুন: A2 বনাম দক্ষিণ আফ্রিকা, নর্থ সাউন্ড, অ্যান্টিগা
১৯ জুন: B1 বনাম ওয়েস্ট ইন্ডিজ, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
২০ জুন: আফগানিস্তান বনাম ভারত, ব্রিজটাউন, বার্বাডোস
২০ জুন: অস্ট্রেলিয়া বনাম D2, নর্থ সাউন্ড, অ্যান্টিগুয়া
২১ জুন: B1 বনাম দক্ষিণ আফ্রিকা, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
২১ জুন: A2 বনাম ওয়েস্ট ইন্ডিজ, ব্রিজটাউন, বার্বাডোস
২২ জুন: ভারত বনাম D2, নর্থ সাউন্ড, অ্যান্টিগুয়া
২২ জুন: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, আর্নোস ভেল, সেন্ট ভিনসেন্ট
২৩ জুন: A2 বনাম B1, ব্রিজটাউন, বার্বাডোস
২৩ জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, নর্থ সাউন্ড, অ্যান্টিগা
২৪ জুন: অস্ট্রেলিয়া বনাম ভারত, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
২৪ জুন: আফগানিস্তান বনাম D2, আর্নোস ভেল, সেন্ট ভিনসেন্ট

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন