সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ এক দশক পর উজ্জীবিত হল ইথিওপিয়ার ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি। সেই অগ্নুৎপাতের ছাই (Ethiopia Volcanic Ash) এসে পৌঁছল রাজধানী দিল্লিতে। ইতিমধ্যেই এর জেরে বিমান চলাচলে হাই এলার্ট জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মোটামুটি ২৫ হাজার ফুট উচ্চতায় এই ছাই ভাসছে। আর দিল্লি থেকে তা উত্তর-পূর্ব দিকে ছড়াচ্ছে বলেই রিপোর্ট। তবে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়বে?
বলে রাখি, দীর্ঘ দশ বছর পর ইথিওপিয়ার ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরিটি জেগে উঠেছে। বিজ্ঞানীরা একে ঐতিহাসিক ও বিরল ঘটনা বলছে। বিগত ১০ বছর ধরেই এই আগ্নেয়গিরি ঘুমন্ত অবস্থায় ছিল। তবে কাল থেকে হঠাৎ শুরু হয় ভয়ংকর অগ্নুৎপাত। আর মুহূর্তের মধ্যেই সেই ছাই বহু দেশে ছড়িয়ে পড়ে। তার জন্যই এখন গোটা বিশ্বে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। এবার দিল্লির উপরেও পড়ল তার প্রভাব।
জারি হয়েছে সতর্কবার্তা
বলাবাহুল্য, ডিজিসিএ ইতিমধ্যেই সকল দেশের বিমান পরিষেবার ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে, অগ্নুৎপাতের কথা মাথায় রেখেই বিমানের যাত্রাপথ সংকীর্ণ করতে হবে প্রত্যেক উড়ানসংস্থাগুলিকে। যে সমস্ত জায়গায় ছাই অতিমাত্রায় ছড়িয়ে পড়েছে সেখানে বিমান চলাচল বন্ধ করতে হবে। এমনকি সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত বিমান ওড়ানো যাবে সে বিষয়ে পাইলটদের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে। আর স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে, বিমানের মধ্যে কোনওরকম গন্ধ পেলেই বা ইঞ্জিন সংক্রান্ত কোনও ত্রুটি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে জানাতে হবে।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমল সোনা, রুপোর দাম! আজকের রেট
আবহাওয়াবিদরা বলছে, সোমবার রাত্রিবেলায় যোধপুর-জয়সলমের হয়ে ভারতে এই আগ্নেয়গিরির ছাই প্রবেশ করেছে। এমনকি তার প্রভাব পড়ছে গুজরাট, যোগীরাজ্য এবং হরিয়ানার বেশ কিছু অংশে। এর জন্য আকাশও কিছুটা ঘোলাটে অবস্থা থাকতে পারে। রৌদ্রজ্জ্বল আবহাওয়া কিছুটা ক্ষীণ হতে পারে। কিছু কিছু জায়গায় আকাশ থেকে ছাই ঝরেও পড়তে পারে বলে সূত্রের খবর। তবে দূষণের সম্ভাবনা সেরকম নেই বললেই চলে। কারণ, এই ছাই ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ে বেড়াচ্ছে। এতে একমাত্র ব্যহত হবে বিমান চলাচল।