সহেলি মিত্র, কলকাতা: সাধারণের মানুষের দুর্ভোগ যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। কারণ এক একটা রবিবার আসছে আর দুর্ভোগ বাড়ছে সকলের। আসলে ফের একবার বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu)। নভেম্বর মাসের শেষ রবিবার অর্থাৎ ৩০ নভেম্বর ফের বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলী সেতু। দুর্ভোগ কিন্তু এখানেই শেষ নয়, আগামী ডিসেম্বর মাসেও এক টানা বন্ধ থাকবে এই ব্রিজ। সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।
৩০ নভেম্বর ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
কলকাতা এবং হাওড়া ট্রাফিক পুলিশ সূত্রে খবর, আগামী ৩০ নভেম্বর রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা অবধি অর্থাৎ টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। মূলত সেতু নিরাময়ের কাজের জন্য এই ব্রিজ বন্ধ থাকবে বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বরেও টানা ৮ ঘন্টার জন্য এই সেতুর ওপর বন্ধ ছিল যান চলাচল। এদিকে প্রতি রবিবার এরকম ঘটনার জেরে মহাবিপাকে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। বিগত কয়েক মাসে প্রতি রবিবার প্রশাসনের তরফে দ্বিতীয় হুগলী সেতু বন্ধ রাখার জেরে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। এরপর আগামী মাসেও একটানা বন্ধ থাকবে ব্রিজ। ফলে সমস্যার এখানেই শেষ নয়, সামনে আরও সমস্যায় ভরা দিন থাকতে চলেছে।
ডিসেম্বরেও বন্ধ থাকতে পারে যান চলাচল
সূত্রের খবর, আগামী ৭ ডিসেম্বর ভোর ৬টা থেকে দুপুর ২টো অর্থাৎ ৮ ঘন্টা, ১৪ ডিসেম্বর ভোর ৬টা থেকে দুপুর ২টো অবধি অর্থাৎ ৮ ঘন্টা, ২০ ডিসেম্বর শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা অবধি অর্থাৎ ৪ ঘন্টা বন্ধ থাকবে সেতু। এর পাশাপাশি ২১ ডিসেম্বর রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা অবধি ১৬ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ভোর ৫টা থেকে রাত ৯টা অবধি অর্থাৎ ১৬ ঘন্টা বন্ধ থাকতে পারে দ্বিতীয় হুগলি সেতু।