পন্থ থাকা সত্ত্বেও কেন কেএল রাহুলকে ওয়ানডে দলের অধিনায়ক করা হল? ফাঁস আসল কারণ

India Vs South Africa ODI Why was Rahul made captain despite Pant being there

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডের (India Vs South Africa ODI) দল ঘোষণা করেছে ভারত। শুভমন গিলের অনুপস্থিতিতে সেই দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। কিন্তু ঋষভ পন্থ থাকতেও কেন রাহুলকেই অধিনায়কের আসনে বসালো ভারতীয় ক্রিকেট বোর্ড? সবচেয়ে বড় কথা যেখানে পন্থ সহ অধিনায়ক রয়েছেন! মূলত এমনই সব প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। যদিও ঋষভের উপস্থিতিতে কেন রাহুলকে অধিনায়ক করা হল তার কারণ জানা গিয়েছে।

কেন রাহুলকেই অধিনায়ক করা হল?

ইডেন টেস্ট চলাকালীন মাত্র 3 বল খেলেই ঘাড়ে চোট পান ভারতীয় তারকা শুভমন। তড়িঘড়ি মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। একাধিক পরীক্ষা-নিরীক্ষা সহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর আপাতত ভারতীয় ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ঠিক কবে তিনি ফিট হয়ে মাঠে নামতে পারবেন তার কোনও নিশ্চয়তা নেই। এমতাবস্থায়, ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে উঠেছিল রোহিত শর্মার নাম।

শুধু তাই নয়, অনেকেই ধারণা করছিলেন গিলের অনুপস্থিতিতে যেহেতু ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন পন্থ, তাই তাঁকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দলের অধিনায়ক করবে বোর্ড। তবে শেষ পর্যন্ত তেমনটা হল না। সিদ্ধান্তের পাল্লা ঘুরে গেল কেএল রাহুলের দিকেই। কিন্তু কেন? বেশ কয়েকটি সূত্র দাবি করছে, একটানা দীর্ঘ সময় ওয়ানডে খেলেননি পন্থ।

2022 সালের নভেম্বরের পর 2024 সালের আগস্ট মাসে গিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন ঋষভ। তাছাড়াও চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ হয়নি তাঁর। মূলত সে কারণেই পন্থের উপর খুব একটা ভরসা হয়নি, ম্যানেজমেন্টের। অন্যদিকে রাহুল বিগত দিনগুলিতে ওয়ানডে দলের অংশ ছিলেন। ব্যাট হাতে কামালও দেখিয়েছেন তিনি। তাই তাঁকেই অধিনায়কের আসন টা দেওয়া হল।

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “এর আগে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন রাহুল। তাই ওর অভিজ্ঞতা আছে। তবে পন্থের অভিজ্ঞতা থাকলেও বিগত এক বছরে মাত্র একটি ওয়ানডে খেলেছেন তিনি। তাই শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার পর রাহুলকেই এই দায়িত্বের জন্য যথাযথ মনে হয়েছে।” এখন দেখার দক্ষ কাঁধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিতে পারেন কিনা।

অবশ্যই পড়ুন: SIR-এ বাংলায় বাদ পড়ছে ১০ লক্ষ নাম! এগিয়ে কোন জেলা? বড় আপডেট কমিশনের

উল্লেখ্য, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত। সেটা শেষ হলেই আগামী 30 নভেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটি গড়াবে রাঁচিতে। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে 3 ডিসেম্বর এবং তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 ডিসেম্বর।

Leave a Comment