পারল না ইস্টবেঙ্গল, অভিষেক সিংকে সই করিয়ে নিচ্ছে মোহনবাগান! কত কোটিতে চুক্তি?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিয়ে ঘর গোছাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG), বিগত কয়েক সপ্তাহ ধরেই লাল হলুদের নজরে থাকা দুই ফুটবলারকে নিয়ে বাগানের দাপাদাপির খবর পাওয়া যাচ্ছিল। জানা যায়, জাতীয় দলের দুই বড় তারকা মেহতাব সিং ও অভিষেক সিংকে কার্যত চূড়ান্ত করে ফেলতে পারতো ইস্টবেঙ্গল, তবে সেই রাস্তায় নাকি প্রথম কাঁটা ছেটায় প্রতিবেশী মোহনবাগান।

আসলে দলবদলের বাজারে অভিষেকের লাল হলুদে যাওয়ার রাস্তা বন্ধ করতে বিরাট অঙ্কের দর হাঁকিয়েছিল সবুজ মেরুন। ফলত, স্বাভাবিকভাবেই লাল হলুদের থেকে পাওয়া প্রস্তাবের তুলনায় বেশি অর্থের তাগিদে শেষমেশ অভিষেকের ঠিকানা হতে চলেছে মোহনবাগান। এক জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিষেককে সই করাতে পুরোপুরি প্রস্তুত বাগান কর্তারা। আপাতত যা খবর, পাঞ্জাব এফসির এই ফুটবলারের সাথে কত টাকায় চুক্তি হবে তাও নাকি ঠিক হয়ে গিয়েছে।

মোটা টাকায় অভিষেককে দলে নিচ্ছে মোহনবাগান!

ইস্টবেঙ্গলের ঘরের অবস্থা জানে মোহনবাগান, তাই তো অর্থের জোরে জাতীয় দলের তুখোড় ফুটবলার অভিষেক সিংকে দলে নিতে একেবারে যথাযথ দর হেঁকেছিল সবুজ মেরুন! এবার তাতেই কাজ হয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিষেক সিংকে দলে নিতে পাঞ্জাব এফসির সাথে একাধিক বাক্য চালাচালি হয়েছে বাগান কর্তাদের। সব মিলিয়ে, এই মুহূর্তে যা অবস্থা তাতে অভিষেককে ছাড়তে বাগানের থেকে আর কোনও বড় বিকল্প পাচ্ছে না পাঞ্জাব।

কাজেই বলা যায়, শেষ পর্যন্ত সব ঠিক থাকলে মোহনবাগানই হবে অভিষেকের পরবর্তী গন্তব্য। ওই প্রতিবেদন দাবি করছে, ইস্টবেঙ্গলের স্বপ্ন ভেঙে প্রায় 8.1 কোটি টাকায় অভিষেকের সাথে চুক্তি করবে সবুজ মেরুন। বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া ফুটবলের ইতিহাসে এত বেশি মূল্যের চুক্তি, তাও আবার দেশীয় ফুটবলারের ক্ষেত্রে, যা সত্যিই অভাবনীয়!

অবশ্যই পড়ুন: কাটছে খিদিরপুর স্টেশন জট! জোকা-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে বিরাট সুখবর

উল্লেখ্য, অজি বিশ্বকাপার জেসন কামিংসকে সই করানো নিয়ে ফিফার ট্রান্সফার ব্যানের মুখে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফলত, প্রথমদিকে বাকিদের নতুন প্লেয়ারদের চূড়ান্ত করার আবহে কার্যত হাত মুঠ করে বসে থাকতে হয়েছে বাগান কর্তাদের। তবে সম্প্রতি সেই অপেক্ষা শেষ হয়েছে। ফিফার সিদ্ধান্তে বাগানের ওপর থেকে উঠে গিয়েছে সমস্ত নিষেধাজ্ঞ। কাজেই এবার অন্তত মন খুলে ফুটবলার সই করাতে পারবে কলকাতা ময়দানের এই প্রধান।

Leave a Comment