প্রীতি পোদ্দার, ডানকুনি: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই রাজ্যজুড়ে এইমুহুর্তে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া। আর এই আবহে ২০০২ এর তালিকায় নাম না থাকায় অনেকেই আতঙ্কিত হয়ে সুইসাইড করছে তো কোথাও আবার দেখা যাচ্ছে বর্ডারে বাংলাদেশিদের ভিড়। যাঁরা বেআইনিভাবে এ দেশে থাকছিলেন, তাঁরা এবার নিজ দায়িত্বে ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়েছেন। এমতাবস্থায় ডানকুনির (Dankuni) বুকে ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। ফ্ল্যাটের মধ্যেই এক বাংলাদেশির অসামাজিক কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে এসে নীল ছবির কারবার শুরু করেছিল রাসেল সিকদার নামে এক যুবক। ডানকুনির একটি ফ্ল্যাটে চলত নীল ছবির শুটিং। সেই সব ছবি একাধিক পর্ন সাইটে বিক্রি করত ওই বাংলাদেশি যুবক। চার বছর ধরে অত্যন্ত গোপনে চলছিল এই কারবার। অবশেষে সেই চক্র বানচাল করে পুলিশ। গত শনিবার পুলিশের জালে ধরা পরে ওই বাংলাদেশি যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বছর চারেক আগে রাসেল বাংলাদেশের এক নাবালিকাকে নিয়ে আসে ভারতে। এরপর হুগলির ডানকুনিতে একটি ফ্ল্যাট কিনে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করেছিল তাঁরা। এরপর সেই ফ্ল্যাটেই চলত নীল ছবির শুটিং। ওই মহিলার উপর অত্যাচার করত বলেও জানা গেছে।
গ্রেফতার অভিযুক্ত যুবক
পুলিশের তরফে জানা গিয়েছে, কিছুদিন আগে অভিযুক্ত বাংলাদেশী যুবক রাসেল সিকদার এক ভয়ংকর দুর্ঘটনার কবলে পরে অসুস্থ হয়। আর তখনই রাসেলের অসুস্থার সুযোগ নিয়ে বাংলাদেশ এবং ভারতের প্রশাসনের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে ওই মহিলা। এরপরই গত শনিবার মহিলার পাঠানো নির্দিষ্ট ঠিকানা থেকে বাংলাদেশি রাসেল সিকদারকে গ্রেফতার করে পুলিশ। এবং বাংলাদেশি ওই মহিলাকে উদ্ধার করা হয়। যুবকের এই কীর্তিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। সোমবার শ্রীরামপুর আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তরুণীকে আপাতত এক হোমে রাখা হয়েছে। তিনিও বাংলাদেশি কিনা, তাঁর সঙ্গে ধৃতের কী সম্পর্ক, সেসব খতিয়ে দেখা হচ্ছে। যুবককে জেরা করে পর্নোগ্রাফি তৈরির যাবতীয় যোগসূত্র খুঁজছে পুলিশ।
আরও পড়ুন: SIR নিয়ে এবার কমিশনকে জোড়া আক্রমণ মমতা, অভিষেকের! মিলল জবাবও
ডানকুনিতে বাংলাদেশী যুবকের এই ভয়ঙ্কর কাণ্ড নিয়ে তৃণমূলকে দোষারোপ করেছে বিজেপি নেতা প্রকাশ পাল। তিনি বলেন, “ডানকুনিতে বাংলাদেশিতে ভর্তি হয়ে গেছে, এমনকী সেখানে পর্ন ভিডিও শ্যুট হচ্ছে। চার বছর ধরে ডানকুনির মত এলাকায় অসামাজিক কাজ করছে এদিকে এলাকার তৃণমূল নেতারা জেগে ঘুমাচ্ছে। অথচ জেগে থাকার কথা। এখন SIR শুরু হচ্ছে এবার একে একে সমস্ত অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।” যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর দাবি করছে যে, “এসবের কিছুই টের পাননি। পুলিশ আইনত ব্যবস্থা নিক। এরপর থেকে সজাগ থাকা হবে। কোথায় কে ফ্ল্যাট কিনছে কারা কিনছে এগুলোর দিকে নজর রাখা হবে।”