প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই জোর কদমে চলছে ভোট প্রচারে প্রস্তুতি পর্ব। কিন্তু তার আগেই রাজ্যে SIR নিয়ে ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির পারদ। একদিকে যখন BLO মৃত্যু এবং SIR প্রক্রিয়া বন্ধের জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই একযোগে SIR সফল করার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি SIR শুরু হওয়ার পর থেকেই সীমান্তে গত কয়েকদিন ধরে বেশ ভিড় দেখা যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের। এমতাবস্থায় শুভেন্দুকে (Suvendu Adhikari) প্রাণে মেরে ফেলার হুমকি দিলেন উত্তর ২৪ পরগণা জেলার BSK Unit এর জেলা সহ সভাপতি।
বিস্ফোরক পোস্ট শুভেন্দু অধিকারীর
আজ অর্থাৎ মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুক হ্যান্ডেলে একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন। যেখানে WhatsApp গ্রুপের একটি চ্যাট দেখানো হয়েছে। তাতে অত্যন্ত খারাপ ভাষায় লেখা রয়েছে “…. বাচ্চা,, শুভেন্দু অধিকারি, তুই আমাদের ধরেই টানাটানি করছিস কেন…? ওকে ধরে সববাই মিলেই দা দিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করতে হবে..” এই পোস্টে শুভেন্দু দাবি করেন যে সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার কাজে লাগানো যাবে না BSK দের, আর তারপরেই ক্ষুব্ধ সকলে। আর এই আবহে BSK উত্তর ২৪ পরগণা ইউনিট WhatsApp গ্ৰুপে শুভেন্দুকে প্রাণে মেরে ফেলার হুমকি দিলেন নূর ইসলাম মোল্লা। তাঁর ফোন নম্বরও তুলে ধরেন বিরোধী নেতা। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়ে যায় দলে।
বাংলা সহায়তা কেন্দ্রের থেকে হুমকি
একজন রাজনীতিবিদ হিসেবে শুভেন্দু অধিকারী প্রায় নিয়মিতভাবেই হুমকি-মেসেজ পান। তাঁর অভিযোগ, এই রাজ্য এখন সন্ত্রাসবাদীদের সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু SIR আবহে উত্তর ২৪ পরগণা জেলার বাংলা সহায়তা কেন্দ্র ইউনিটের জেলা সহ সভাপতির তরফে এইরূপ সরাসরি আক্রমণ অত্যন্ত অশোভনীয় হয়ে উঠেছে সকলের কাছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিল কেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, জেলাশাসকদের চুক্তিভিত্তিক ‘ডেটা এন্ট্রি অপারেটর’ হিসেবে ‘বাংলা সহায়তা কেন্দ্রে’র থেকে কাউকে নিয়োগ করছে না। যদিও সেই জবাব আগেই দিয়েছিল রাজ্যের CEO। কিন্তু তবুও এই সিদ্ধান্তকে শুভেন্দু অধিকারীর উস্কানি বলে মনে করছে শাসকদল, আর তাতেই এই হুমকিমূলক মন্তব্য। যদিও এখনো পর্যন্ত শাসকদলের তরফে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: ভারতে এসে পর্নোগ্রাফির শুটিং বাংলাদেশীর! ডানকুনির ফ্ল্যাট চলত কুকীর্তি, ফাঁস বড় তথ্য
উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ফোনে একটি হুমকি কল এসেছিল। যেই অডিয়ো ক্লিপটি পড়ে সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। সেই অডিও ক্লিপে এক ব্যক্তিকে হিন্দিতে বলতে শোনা যায় যে, ‘আমি পাকিস্তান থেকে বলছি। একটু সাবধানে থাকবেন। না হলে উড়ে যাবেন। কত বিএসএফ উড়ে গেল ভারতে! আপনিও উড়ে যাবেন।’ পড়ে দলের তরফে জানা গিয়েছিল, যে নম্বর থেকে ফোনটি এসেছিল সেটি আসলে পাকিস্তানের নয়, সৌদি আরবের কোড +৯৬৬ দিয়ে শুরু হওয়া একটি নম্বর। ফলে অনুমান করা হচ্ছে, কেউ হয়তো সৌদি আরব থেকে ফোন করে নিজের পরিচয় গোপন করতে পাকিস্তানের নাম ব্যবহার করেছেন।