বাংলায় আটটি মেডিক্যাল কলেজ, কোথায় কোথায় হবে? বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Published on:

mbbs-college-expand

ঋত্বিক পাত্রঃ ভারতে NEET এর রেজাল্ট নিয়ে তরজা চলেছে। এরইমধ্যে ঘোষণা হয়ে গেল বাংলার বুকে আসতে চলেছে নতুন ৮ খানা মেডিক্যাল কলেজ! এই তালিকায় থাকছে পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ, খড়্গপুরের ডাঃ বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার, অশোকনগরের এমআর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, বর্ধমানের ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। এছাড়াও আরো কলেজ হবে খুবই শীঘ্র।

নিউটাউনে তৈরি হতে চলেছে নতুন এবং অত্যাধুনিক পিকেজি মেডিক্যাল কলেজ। রানাঘাটে হবে মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। এছাড়া কৃষ্ণনগর এবং রঘুনাথগঞ্জেও মেডিক্যাল কলেজ তৈরীর পরিকল্পনা রয়েছে। এতগুলো মেডিক্যাল কলেজ একসাথে তৈরি হলে স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন আসবে। অনেক বেশি সংখ্যক রোগী উন্নত চিকিৎসা পাবেন।

WhatsApp Community Join Now

সুবিধা পাবে ডাক্তারি পড়ুয়ারাও

তবে শুধু রোগীরাই যে উন্নত চিকিৎসা পাবেন তাই না, সেই সাথে মেডিকেল কলেজ বাড়লে সুবিধা পাবেন পাঠরত ছাত্র ছাত্রীরাও। বাংলায় থেকেই ডাক্তারি পড়তে পারবেন আরো বেশি সংখ্যক ছাত্র ছাত্রী। উল্লেখ্য যে, শুধু নতুন মেডিকেল কলেজ স্থাপনই নয় সেইসাথে পুরাতন মেডিক্যাল কলেজগুলোর সম্প্রসারণের কাজও করা হবে। সবমিলিয়ে তাহলে বাংলার বুকে মেডিক্যাল কলেজের সংখ্যা হবে ৪৪টি।

আরও পড়ুনঃ আজ থেকে দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, তবে … বড় খবর দিল আবহাওয়া দফতর

প্রসঙ্গত, এবার তাহলে মোট ৬০০০ শিক্ষার্থী এমবিবিএস পড়তে পারবেন। মেডিক্যাল কলেজগুলোর সম্প্রসারণ হলে উন্নত হবে চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতাল ব্যবস্থা। কিন্তু এসবের মধ্যে প্রশ্ন উঠছে যে, নতুন তালিকাতেও একটিও কলেজ নেই কেন উত্তরবঙ্গে। বিষয়টি নিয়ে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে। এছাড়া রায়গঞ্জে AIIMS তৈরী করার কথা ছিল, তাও হয়নি। সবই হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন