অনুশীলনে চোট পেলেন সূর্যকুমার, ছিটকে যাবেন T20 বিশ্বকাপ থেকে? এল বড় আপডেট

Published on:

suryakumar-yadav

ঋত্বিক পাত্রঃ সোমবার চোটের মুখে পড়েন সূর্যকুমার যাদব। বিশ্বের নম্বর ওয়ান টি-টোয়েন্টি ব্যাটসম্যান অনুশীলনের সময় হাতে চোট পান। আর এই চোট স্বাভাবিক ভাবেই ভারতীয় দলের উদ্বেগ বাড়িয়েছে। গতকাল থেকেই বার্বাডোসের ব্রিজটাউনে অনুশীলন শুরু করে টিম ইন্ডিয়া। তখনই নেটে ব্যাট করার সময় হাতে চোট পান সূর্যকুমার যাদব। যদিও ফিজিওর কাছে প্রাথমিক চিকিৎসার পরই ফের ব্যাট ধরতে পারেন তিনি।

এর আগে নিউইয়র্কে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলেছে ভারত। গ্রুপ পর্বের সমস্ত ম্যাচই খেলেছে আমেরিকার মাটিতে। শনিবার শেষ ম্যাচ ছিল ফ্লোরিডাতে, কিন্তু বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। সুপার আটের আয়োজন হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। প্রথম ম্যাচ রয়েছে বার্বাডোসে। ওই ম্যাচে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান।

WhatsApp Community Join Now

সুপার এইটে ৮ দল

সুপার আটের জন্য মোট আটটি দলকে বেছে নেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৯ জুন থেকে শুরু হচ্ছে সুপার-৮ রাউন্ড। বিশ্বকাপের মোট ২০টি দল থেকে শেষ ৮টি দলকে বেছে নেওয়া হয়েছে পরবর্তী পর্বের জন্য। এক্ষেত্রে ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে। এখানে যারা জিতবে তারা খেলবে সেমিফাইনাল।

দেখে নিন কোন দেশ কোন গ্রুপে রয়েছে :

গ্রুপ-১
গ্রুপ-২
ভারত
ইংল্যান্ড
অস্ট্রেলিয়া
আমেরিকা
আফগানিস্তান
দক্ষিন আফ্রিকা
বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন