এই গোল্ড বন্ডে বিনিয়োগ করলেই মেলে ৩ গুণেরও বেশি রিটার্ন! ঘোষণা RBI-র

You can get More than three times return by investing Sovereign Gold Bond

বিক্রম ব্যানার্জী, কলকাতা: Sovereign Gold Bond এ বিনিয়োগকারীদের জন্য আনন্দের খবর। 2017-18 সিরিজ VIII এ যারা বিনিয়োগ করেছিলেন তাঁরা 8 বছর অপেক্ষার পর মেয়াদ পূর্তিতে 317 শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন। (তিন গুণেরও বেশি রিটার্ন) শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বন্ডের ফাইনাল রিডেম্পশন প্রাইস বা মেয়াদ পূর্তির মূল্য ঘোষণা করে দিয়েছে। RBI র ঘোষণা অনুযায়ী, এই বিশেষ গোল্ড বন্ডের মেয়াদ শেষের মূল্য ধার্য করা হয়েছে 12,300 টাকা প্রতি ইউনিট। যা মুখের হাসি চওড়া করেছে বিনিয়োগকারীদের।

RBI র ঘোষণায় খুশি বিনিয়োগকারীরা

Zee News এর রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছিল যে, 20 নভেম্বর মেয়াদপূর্তি হয়ে যাওয়া বন্ডের রিডেম্পশন মূল্য 13,200 টাকা ধার্য করা হবে। সেই মতোই চালু হয়ে গিয়েছে নতুন রিডেম্পশন প্রাইস। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশিত গত 17, 18 এবং 19 নভেম্বরের 999 বিশুদ্ধ সোনার দামের সাধারণ গড় হিসেবেই এই মূল্য নির্ধারণ করেছে RBI। না বললেই নয়, 2017 সালের নভেম্বর মাসে এই গোল্ড বন্ড ইস্যু করার সময় এর দাম ছিল প্রতি গ্রাম সোনায় 2,151 টাকা। অর্থাৎ সে বছর যাঁরা এই দামে বিনিয়োগ করেছিলেন তারা 8 বছর পর 20 তারিখ প্রতি ইউনিটে 9,349 টাকার লাভ্যাংশ পেয়েছেন। তবে প্রশ্ন থেকে যায়, এই বন্ডে রিটার্নের পরিমাণ এত বেশি কেন?

কেন এত বেশি রিটার্ন?

ভারত সরকারের Sovereign Gold Bond এ বার্ষিক চক্রবৃদ্ধির হার বা CAGR এই মুহূর্তে 19.7 শতাংশে গিয়ে ঠেকেছে। এর মধ্যে রয়েছে 2023 সাল পর্যন্ত দেওয়া প্রতিবছরের 2.5 শতাংশের সুদ। ফলে সবটা মিলিয়েই বিপুল রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। তাতে ঠোঁটের কোণে হাসি ফুটেছে অনেকেরই। বলাই বাহুল্য, Sovereign Gold Bond এর এমন বিপুল সাফল্যের নেপথ্যে রয়েছে বিগত দিনগুলিতে সোনার দামের উত্থান। সাম্প্রতিককালে যেভাবে সোনার বাজার গগনচুম্বি হয়েছে, তাতে SGB আর ক্ষুদ্র সাফল্যের গণ্ডিতে নিজেকে ধরে রাখতে পারেনি। জানিয়ে রাখি, 2017 সাল থেকে সোনার দাম যত বেড়েছে বাজার দর অনুযায়ী লাভবান হয়েছেন এই গোল্ড বন্ডের বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে জুবিন গর্গকে! বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, Sovereign Gold Bond এ বিনিয়োগের পর মেয়াদ শেষে আর আলাদা করে টাকা পাওয়ার জন্য আবেদন করতে হয় না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, মেয়াদ পূর্তির পর বিনিয়োগকারীর আসল এবং সুদ অর্থাৎ লাভের টাকা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যায়। বলে রাখি, ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে মেয়াদ শেষের পর প্রাপ্ত মূল ক্যাপিটাল গেইন সম্পূর্ণ করমুক্ত। এছাড়াও মেয়াদের আগেই এই বন্ড বিক্রি করতে চাইলে তাতে ইনডেক্সশন বসানো হবে।

Leave a Comment