মৃত্যু ৪ ছাত্রের! মধ্যপ্রদেশের ভোপালে তুমুলে GenZ বিক্ষোভ

Bhopal Gen Z Protest

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার মধ্যপ্রদেশের ভোপালে জেন-জেড আন্দোলন (Bhopal Gen Z Protest)। সূত্রের খবর, এদিন ভিআইটি বিশ্ববিদ্যালয়ের ৪০০০ এর বেশি জেন-জেড সদস্যরা বিক্ষোভে নামে এবং উপাচার্যের গাড়িতেই আগুন ধরিয়ে দেয়। জানা যায়, জন্ডিসে আক্রান্ত হয়ে চারজন নিরীহ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। তার জেরেই তাদের আন্দোলন। তাহলে কি ভোপাল এবার নেপালে পরিণত হবে?

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সেহোরে অবস্থিত ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ ভিআইটি বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে ব্যাপক হইহট্টগোল শুরু হয়। মোটামুটি ৪০০০ জন শিক্ষার্থী প্রতিবাদে নামে আর উপাচার্যের গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। তাদের অভিযোগ, কলেজে দিনের পর দিন জন্ডিস ছড়িয়ে পড়েছে, যার ফলে চারজনের মৃত্যু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মারণ রোগকে উপেক্ষা করছে। ছাত্রদের জীবন ঝুঁকির মুখে।

ছাত্রদের করা হয়েছে মারধরও

এদিকে বিক্ষোভের মাঝে বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজ কর্মীদের কয়েকজন ছাত্রদেরকে ধরে মারধর করছে। সূত্র মারফৎ খবর, এই মারধরের জেরে ছাত্ররা আরও উত্তেজিত হয়ে ওঠে। এরপরই শুরু হয় বিক্ষোভ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা ছাত্রদের আশ্বস্ত করে যে কলেজের খাবার এবং জলের নমুনা পরীক্ষা করা হবে।

আরও পড়ুনঃ বিয়ের মরসুমে বদলে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

বলাবাহুল্য, বেশ কয়েকদিন ধরে ইন্দোর-ভোপাল রোডের সেহোরের শিক্ষার্থীরা জন্ডিস ছড়িয়ে পড়ার অভিযোগ করে আসছে। বরাবরই উপাচার্যের কার্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ করছে তারা। এমনকি কলেজে নাকি পর্যাপ্ত পরিমাণ জল সরবরাহ করা হচ্ছে না। যার ফলে ছাত্রদের মধ্যে আরও জন্ডিস সংক্রমিত হচ্ছে। জন্ডিসের ভয়ে অনেক শিক্ষার্থী ছুটি নিয়ে বাড়িতেও চলে গিয়েছে। সবথেকে বড় ব্যাপার, এখনও পর্যন্ত এই জন্ডিসের কারণে চারজনের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই উদাসীনতার কারণেই ছাত্ররা মঙ্গলবার মধ্যরাতের পর তাণ্ডব চালায়। এখন দেখার পরিস্থিতি কোনদিকে মোড় নেয়।

Leave a Comment