নবম-দশম শ্রেণির ভেরিফিকেশন কবে? SSC-র তরফে বড় আপডেট

WBSSC

প্রীতি পোদ্দার, কলকাতা: এসএসসি (WBSSC) শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক জট যেন বেড়েই চলেছে। কিছুদিন আগেই এসএসসি লিখিত পরীক্ষার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার্থীদের নথি যাচাই করা হয়েছিল গত ১৮ নভেম্বর। সে সময়ই ধরা পড়েছিল প্রায় সাড়ে ৩০০ জন প্রার্থীর তথ্যে গরমিল রয়েছে। যদিও পড়ে এক তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছিল যে, কোন কোন প্রার্থীর নাম কাটা হয়েছে। পাশাপাশি কেন তাঁদের নাম বাদ পড়ল, তা-ও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। আর এবার নবম এবং দশম শ্রেণীর ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এল।

নবম–দশমের ভেরিফিকেশন আপডেট

গত সোমবার নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। তবে ফল হাতে এলেও নিয়োগের পথ এখনও এক ধাপ দূরে। SSC জানিয়েছে, নবম–দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শেষ হলেই। অর্থাৎ, ৪ ডিসেম্বরের পরই নবম–দশমের জন্য ইন্টারভিউয়ের প্রাথমিক ধাপ হিসেবে নথি যাচাই শুরু করবে কমিশন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক SSC-র এক কর্তা জানিয়েছেন, “নবম-দশমের তথ্য যাচাইয়ের তালিকা প্রকাশ করলেও একাদশ-দ্বাদশের তথ্য যাচাই শেষ হওয়ার পরে সেই প্রক্রিয়া শুরু হবে। তাই আগেভাগে তালিকা প্রকাশ করা হচ্ছে না।”

বাড়তে পারে শূন্যপদের সংখ্যা

উল্লেখ্য, এসএসসি-র প্রকাশিত তথ্য অনুযায়ী, নবম–দশম শ্রেণির জন্য মোট শূন্যপদ ছিল ২৩,২১২টি। সেখানে পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন প্রার্থী। মোট ১১টি বিষয়ের উপর ভিত্তি করে এই লিখিত পরীক্ষা নেওয়া হয়। এদিকে নবম-দশমে ২৩,২১২টি শূন্যপদ রয়েছে। প্রার্থীর সংখ্যার তুলনায় শূন্যপদ স্বভাবতই কম, ফলে প্রতিযোগিতা ছিল তীব্র। তবুও এসএসসি ইঙ্গিত দিয়েছে যে শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে। যদিও ইন্টারভিউয়ের আগে সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। কিন্তু গত সোমবার রাতে নবম-দশমের শিক্ষক পদপ্রার্থীদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ পেলেও একাদশ-দ্বাদশের মতো শুধু প্রাপ্ত নম্বর জানতে পেরেছেন পরীক্ষার্থীরা। কিন্তু ইন্টারভিউ এর জন্য প্রাপ্ত কাট অফ মার্কস কত পেয়েছেন, তা এখনও জানানো হয়নি। তাই সেই নিয়ে বেশ উদ্বিগ্ন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: SIR প্রক্রিয়ায় ফের নয়া নিয়ম! আধার নিয়ে বড় আপডেট দিল কমিশন

এসএসসি আন্দোলনের প্রধান মুখ সুমন বিশ্বাস নামে এক চাকরিপ্রার্থী বলেন, “আমি একাদশ-দ্বাদশে পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু ইন্টারভিউ তালিকায় নাম ওঠেনি। যদিও নবম-দশমে ভাল নম্বর পেয়েছি। কিন্তু ইন্টারভিউয়ের তালিকায় ঠাঁই পাব কি না, তা সঠিক বুঝতে পারছি না।” এসএসসি-র এক আধিকারিক জানিয়েছেন, নবম-দশমের চূড়ান্ত ‘অ্যানসার কি’ মঙ্গলবার প্রকাশ করা হয়েছিল। ওইদিন ফল প্রকাশের সময় কয়েক লক্ষ প্রার্থী কার্যত একই সময়ে ওয়েবসাইট খোলায় ওয়েবসাইট ঠিক মতো কাজ করছিল না। তাই বেশ বিপাকে পড়তে হয়েছিল সকলকে।” এবার দেখার পালা ইন্টারভিউ তালিকায় কতজন প্রার্থীর নাম সঠিকভাবে ওঠে।

Leave a Comment