বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনাই সত্যি হয়েছে। আসন্ন 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই আসরের একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। কাজেই গত এশিয়া কাপের মতো বেশ কয়েকবার মুখোমুখি হতে পারে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। এদিকে গোটা টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে ভারতীয় মহাতারকা রোহিত শর্মাকে। খোদ ICC চেয়ারম্যান জয় শাহ তাঁর নাম ঘোষণা করেছেন। 20 ওভারের বিশ্বকাপ শুরু হচ্ছে আসন্ন ফেব্রুয়ারি থেকেই।
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে শেষ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত 20 ওভারের বিশ্বকাপ। পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। যদিও ওই একই দিনেই ম্যাচ রয়েছে ভারতের। প্রথম দিন অর্থাৎ 7 ফেব্রুয়ারি ভারতের প্রতিপক্ষ হবে আমেরিকা। গত বিশ্বকাপের মতোই 20টি দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। এক্ষেত্রে প্রতিটি গ্রুপে থাকবে 5টি করে দল।
বলাই বাহুল্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরমেন্সের নিরিখে গ্রুপ শীর্ষে থাকা দুটি করে দল যাবে সুপার এইটে। বলে রাখা ভাল, টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় নজর দিয়ে গ্রুপ বিন্যাস করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই সূত্রে একই গ্রুপে ভারত এবং পাকিস্তানের জায়গা হলেও তালিকার শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের জায়গা হয়েছে 7 নম্বরে। ভারত এবং পাকিস্তানের সাথে গ্রুপ এ তে জায়গা ভাগাভাগি করেছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা।
না বললেই নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা জায়গা পেয়েছে গ্রুপ বি তে। এখানে লঙ্কানদের সাথে জায়গা ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে এবং ওমান। অন্যদিকে ক্রমতালিকার তিন নম্বরে থাকা ইংল্যান্ড জায়গা করে নিয়েছে সহজ গ্রুপে। অর্থাৎ সি গ্রুপে ইংলিশদের সাথে জায়গা পেয়েছে বাংলাদেশ, নেপাল এবং ইতালি। অন্যদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স আপ হওয়া দক্ষিণ আফ্রিকা এবার পেয়েছে কঠিন গ্রুপ। তাদের ডি গ্রুপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা। বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 8 মার্চ পর্যন্ত। এদিনই গড়াবে মেগা ফাইনাল।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত সূচি অনুযায়ী, একই গ্রুপে থাকার কারণে বেশ কয়েকবার একে অপরের মুখ দেখবে ভারত এবং পাকিস্তান। সেই সূত্রে বলি, 7 ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর 12 ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নেমে 15 ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটি হবে কলম্বোতে। পাকিস্তান ম্যাচের পর 18 ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারতীয় দল। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, ভারত বনাম পাকিস্তান সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।
অবশ্যই পড়ুন: SIR প্রক্রিয়ায় ফের নয়া নিয়ম! আধার নিয়ে বড় আপডেট দিল কমিশন
বিশ্বকাপের 7 ম্যাচ পেতে পারে ইডেন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যেহেতু ভারত এবং শ্রীলঙ্কা। কাজেই বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা এদেশেই। বলে রাখা প্রয়োজন, 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, 9 ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ইতালি, 14 ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম বাংলাদেশ, 16 ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম ইতালি এবং 19 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে কলকাতার প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে। আপাতত এই ছয়টি ম্যাচ নিশ্চিত হলেও মার্চের সুপার এইট পর্বের একটি ম্যাচ পেতে পারে ইডেন। এক কথায়, 7 ম্যাচ পাওয়ার সম্ভাবনা রয়েছে ক্রিকেটের নন্দনকাননের। সেই সূত্রে বলে রাখি, পাকিস্তান যদি শেষ চারে ওঠে তবে সেমিফাইনাল হবে ভারতের বাইরে অর্থাৎ শ্রীলঙ্কায়। একইভাবে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে ম্যাচ হবে তাদের দেশেই। ফাইনালেও পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে নিয়মটা এক।