প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে নজরে দেখে এবার বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ SIR শুরু হয়েছে। গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে সেই প্রক্রিয়া। কিন্তু রাজ্যে SIR শুরু হতেই তৃণমূল এবং বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে গিয়েছে। যেখানে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া বন্ধ করার পক্ষে অনড় তৃণমূল সেখানে উল্টো পদক্ষেপ নিচ্ছে বিজেপি। এমতাবস্থায় রাজ্যে এসআইআর (SIR In Bengal) নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল কমিশন। মঙ্গলবার পর্যন্ত SIR-এ নাম বাদ পড়ল ১৪ লক্ষের।
SIR-এ বাদ পড়ল আরও কয়েক লক্ষ নাম
এনিউমারেশন ফর্ম বিলি ও ডিজিটাইজেশনের প্রক্রিয়া যত এগোচ্ছে, ততই বাড়ছে ‘নিখোঁজ’ ভোটারের সংখ্যা। চলতি সপ্তাহের সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজ কুমার আগরওয়ালের সাংবাদিক বৈঠকের পর জানা গিয়েছিল, ওইদিন পর্যন্ত প্রায় ১০ লক্ষের মতো নাম বাদ গিয়েছে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই সংখ্যা বিপুল পরিবর্তন দেখা গেল। মঙ্গলবার দুপুরের আপডেট অনুযায়ী জানা গিয়েছে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ লক্ষ। কমিশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৩ লক্ষ ৯২ হাজার নাম বাদ গিয়েছে। অর্থাৎ ২০২৫–এর ভোটার তালিকায় নাম থাকা এই ব্যক্তিদের অনেকে হয় মৃত, নতুবা তাঁরা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন অথবা একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে অথবা কোনও ভিনদেশি নাগরিক থাকলে তিনি এ বার ফর্ম নেননি। আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যাটা আগামী দিনে আরও বাড়বে।
সবচেয়ে এগিয়ে কোন জেলা?
রাজ্যে SIR-এ কত নাম বাদ যেতে পারে, সেই নিয়ে এখনও পর্যন্ত নানা দাবি শোনা গিয়েছে। বিশেষ করে বিজেপি-র তরফে সেই সংখ্যা কোটিতে গিয়ে ঠেকবে বলে দাবি করা হচ্ছে। এমতাবস্থায় আপাতত লাখের নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। এবং শতাংশের বিচারে সব চেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ কলকাতায়। প্রতিদিন এত এত ভোটারের নাম বাদ পড়া নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা এখনও কোনও সংখ্যা জানি না। সংবাদ মাধ্যমেই শুনছি। নাম বাদ নিয়ে বিজেপি নেতারা নানা সংখ্যা বলছিলেন। আমাদের লক্ষ্য, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেরা দেখা।”
আরও পড়ুন: পৌনে এক ঘণ্টার রাস্তা ৫ মিনিটে, গঙ্গাসাগর সেতু নিয়ে কাটল জট, কবে সম্পূর্ণ হবে ব্রিজ?
উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের পরই ২৬ এর নির্বাচনে বাংলার দিকে লক্ষ্য স্থির রেখেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ জানিয়েছেন, এবার তাঁদের ‘টার্গেট’ হতে চলেছে পশ্চিমবঙ্গ। তার উপর লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আমি ৯৫ সাল থেকে ভোটে লড়ছি। আমি বলছি, লিখে রাখুন ১ কোটির উপর নাম বাদ যাবে। যদিও এখানে ১০০ শতাংশ এসআইআর হবে না। তারপরও এক কোটির উপর নাম বাদ যাবে। ১০০ শতাংশ হলে আর একটু বেশি নাম বাদ যেত।”