ঋত্বিক পাত্রঃ আর মাত্র কটা দিন, তারপরই জুলাই মাস। জুলাই মাসে রয়েছে একগুচ্ছ পাবলিক হলিডে। আর পাবলিক হলিডে মানেই ব্যাঙ্ক বন্ধ। যদিও প্রতিটি রাজ্য এবং স্থান বিশেষ আলাদা আলাদা ছুটি পড়ে ব্যাঙ্কে। কিছু জায়গাতে আবার ন্যাশনাল হলিডে থাকে। ছুটির দিনে কোনও দরকারি কাজ পড়ে গেলে আমজনতার সমস্যার শেষ নেই। তাই আগেভাগেই কাজ সেরে রাখা ভালো।
আজ আমরা জানাবো জুলাই মাসে কতগুলো ব্যাঙ্ক হলিডে রয়েছে। যাতে আপনি আগের থেকেই নিজের কাজ সেরে নিতে পারেন। এই ছুটির মধ্যে রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং সাথে সব রবিবার। চলুন দেখে নেওয়া যাক কয়দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে জুলাই মাসে।
৩ জুলাই: এদিন শিলংয়ের দিয়েনখলাম উপলক্ষে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
৬ জুলাই: MHIP দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকছে
মিজোরামের আইজলে।
৭ জুলাই: রবিবার উপলক্ষ্যে সাধারণ ছুটি।
৮ জুলাই: কং-রথযাত্রা উপলক্ষে ৮ তারিখ ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯ জুলাই: গ্যাংটকে আয়োজিত হবে দ্রুকপা শে-জি।
১৩ জুলাই: ১৩ জুলাই মাসের দ্বিতীয় শনিবার, এদিন গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ জুলাই: রবিবার উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ।
১৬ জুলাই: হরেলা উৎসব তাই এদিন দেরাদুনে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৭ জুলাই: মহরমের কারণে সারা দেশের বিভিন্ন স্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ জুলাই: রবিবার উপলক্ষ্যে ছুটি।
২৭ জুলাই: মাসের চতুর্থ শনিবার তাই ব্যাঙ্ক বন্ধ।
২৮ জুলাই: রবিবার, তাই সারা দেশেই ছুটি থাকবে ব্যাঙ্ক।