প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই এইমুহুর্তে রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়া। আর সেই কাজ এগোতেই সামনে আসছে একের পর এক নতুন তথ্য। সোমবার পর্যন্ত যেখানে ১০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার খবর মিলেছিল, মঙ্গলবার দুপুরে সেই সংখ্যা বেড়ে পৌঁছল প্রায় ১৪ লক্ষে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের সরাসরি আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্পষ্ট জানিয়ে দিলেন বাংলা দখল বিজেপি করতে চায় না।
বীরভূমের সাঁইথিয়ায় শুভেন্দুর বার্তা
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ মঙ্গলবার, বীরভূমের সাঁইথিয়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করেছিল বিজেপি। সেই জনসভায় এবার বাংলায় তৃণমূল সরকারের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু। এদিন তিনি বলেন, “২৬ এ পরিবর্তনের ঝড়। ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে। চুরি, দুর্নীতি, মাফিয়ারাজ, বেকারত্ব, নারী নির্যাতন, আদিবাসী তপশীলিদের উপর অত্যাচার, তোষণ, হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সংরক্ষণ দেওয়া সব বন্ধ করতে হবে। এখন থেকেই ভোট লুট করার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ সংকল্পবদ্ধ হচ্ছেন। তাঁরা আগামী এপ্রিল মাসের মধ্যে যে নির্বাচন হবে, সেখানে কোনো ভোট মমতা পাবে না এবং সগৌরবে ভারতীয় জনতা পার্টিকে আনবে।”
দিল্লি দখল নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে দিল্লি দখল করবে তৃণমূল কংগ্রেস, এবার সেই প্রসঙ্গ তুলে খানিক খোঁচা দিলেন শুভেন্দু। তিনি বলেন, “ উনি প্রতিবার বলেন। ২০১৯ সালে, উনিশে জানুয়ারি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাত তুলেছিলেন, আমিও হাত তুলেছিলাম। আমি দ্বিতীয় সারিতে ছিলাম। প্রথম সারিতে ছিলেন অখিলেশ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খাড়গে, ওমর আলবদুল্লা, সতীশ মিশ্র সহ অনেক নেতারা ছিলেন। সেদিন বলেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া। তার পরিণাম লোক দেখেছে। এবারও অনেক কাণ্ড করেছিলেন, লোকসভা ভোটে। কিন্তু নরেন্দ্র মোদি ও NDA-কে হারাতে পারেননি।”
আরও পড়ুন: SIR-এ বাদ ১৪ লক্ষ নাম! সবথেকে বেশি কলকাতায়
উল্লেখ্য, বনগাঁয় মতুয়াদের সমাবেশে কিছুদিন আগে SIR নিয়ে গর্জে উঠে ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “SIR-এর নামে, NRC করা হচ্ছে!” এবার এই নিয়ে শুভেন্দুবাবু বলেন, “ ওনার এটা মিথ্যে কথা। মুসলিম ভোটকে, ঐক্যবদ্ধ করার জন্য এটা বলছেন। তবে আমি মুর্শিদাবাদে গিয়ে বলে এসেছি। মুসলিমরা মমতার মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। উনি মিথ্যাচার করে, মুসলিমদেরকে ক্ষেপিয়ে, রাস্তায় নামিয়ে, অনেক জায়গায় হিংসাত্মক কাজকর্ম করিয়েছিল। ট্রেন বাস পুড়িয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাবাদী, এটা শুধু হিন্দুরা নন, মুসলিমরাও জেনে গিয়েছে। বাংলা দখল বিজেপি করতে চায় না। বাংলায় বিজেপি জিততে চায়। টাটাকে ফিরিয়ে আনতে চায়।হাতে কাজ দিতে চায়। পেটে ভাত দিতে চায়।”