পাকিস্তান নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলে এই দলকে প্রতিপক্ষ চান সূর্যকুমার

Suryakumar Yadav On T20 World Cup Indian captain wants this team as the opponent in final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বহু অপেক্ষিত টুর্নামেন্টের সূচি ঘোষণা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই সূচি অনুযায়ী, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, চলবে 8 মার্চ পর্যন্ত। কিন্তু এই আসরের ফাইনালে কোন দল উঠবে, সেই উত্তর আপাতত সকলের কাছেই অধরা। তবে ভারত যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে কাকে প্রতিপক্ষ হিসেবে চান অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav On T20 World Cup)? মুম্বইয়ে বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে কথাই জানালেন স্কাই।

এই দলকে বিশ্বকাপ ফাইনালে চান অধিনায়ক সূর্য

মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা অনুষ্ঠানে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে পেয়ে প্রশ্ন করার লোভ ছাড়তে পারেননি সাংবাদিকরা। সেই সূত্রেই, এক সাংবাদিক স্কাইকে প্রশ্ন করে বসেন, বিশ্বকাপের ফাইনালে উঠলে কোথায় এবং কাদের বিরুদ্ধে খেলতে চান? সেই প্রশ্নের উত্তরে প্রথমেই সূর্যকুমারকে বলতে শোনা যায়, “ফাইনালে উঠলে অবশ্যই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে চাইব।” সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে দেখতে চান? সূর্য জানালেন, “2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে অবশ্যই অস্ট্রেলিয়াকে দেখতে চাই।” এক কথায়, পাকিস্তান নয়, ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি জয় করাই ভারতের প্রধান লক্ষ্য।

এদিন, সূর্যের তরফে এমন উত্তর শুনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা বলেন, “আমি মনেপ্রাণে চাই ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলুক। প্রতিপক্ষ হিসেবে কাদের বিপক্ষে খেলবে সেটা বলতে চাই না, তবে দলকে ফাইনালে উঠতেই হবে। এখনই প্রতিপক্ষ নিয়ে কিছু ভাবছি না। শুধু চাই ভারত ট্রফি জিতুক।” এদিন সমস্বরে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকেও বলতে শোনা যায়, “আমি অবশ্যই চাইব সূর্যরা একটা চাপহীন ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পাক।”

অবশ্যই পড়ুন: IPL 2026 নিলামের আগেই দল পেয়ে যাবেন এই ৪ প্লেয়ার! তালিকায় দুই KKR প্রাক্তনী

প্রসঙ্গত, গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক আজ ভিন্ন ভূমিকায়। খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ আসন্ন টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছেন। তা নিয়েই রোহিত বলেন, “এটা আমার কাছে বড় সম্মানের। ICC আমাকে যে সম্মান দিয়েছে তার জন্য চেয়ারম্যান জয় শাহকে অসংখ্য ধন্যবাদ। আমি 8টা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। এখন আমার ভূমিকা ভিন্ন। অবসর নেওয়ার পর সাধারণত বাড়িতে বসেই খেলা দেখি। তবে আমরা যে যাদুটা করেছিলাম সেটা আবারও দেখতে চাইব।

Leave a Comment